For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যবর্তী নির্বাচনে ৪ ভারতীয়-র জয়, আর কারা পেলেন সাফল্যের স্বাদ

'সামোসা কাউকাস'- এই নামেই ডাকা হচ্ছে মধ্যবর্তী নির্বাচনে প্রার্থী হওয়া ভারতীয় ব্রিগেডকে।

Google Oneindia Bengali News

'সামোসা কাউকাস'- এই নামেই ডাকা হচ্ছে মধ্যবর্তী নির্বাচনে প্রার্থী হওয়া ভারতীয় ব্রিগেডকে। এই ব্রিগেডের মধ্যে অনেকই আবার আগে থেকেই মার্কিন কংগ্রেসের সদস্য ছিলেন। এদের মধ্যে চার জন সহজেই পুনরায় নির্বাচিত হয়েছেন।

কিন্তু, এই ব্রিগেডের নতুন সদস্যদের মধ্যে অধিকাংশই জয় পাননি। কড়া টক্কর দিলেও শেষমেশ হার মানতে হয়েছে। আশার আলো একটাই সহজেই যে এঁদের অধিকাংশ হেরে গিয়েছেন এমনটা নয়, একটা উল্লেখযোগ্য সংখ্য়ার ভোটও পেয়েছেন এঁরা।

 রোহিত খান্না

রোহিত খান্না

ক্যালিফোর্নিয়ার ১৭ নম্বর ডিস্ট্রিক্ট থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত। তিনি ভালোভাবেই নির্বাচনে জয় পেয়ে মার্কিন কংগ্রেসে নিজের স্থান পাকা করেছেন। ৭২ শতাংশ ভোট পেয়েছেন ৪২ বছরের রোহিত। রোহিত 'রো' নামেই বেশি পরিচিত। অ্য়াকাডেমিক, আইনজীবী-র পাশাপাশি রাজনীতিতেও বহুদিন ধরে নাম লিখিয়েছেন।

প্রমীলা জয়পাল

প্রমীলা জয়পাল

ওয়াশিংটনের ৭নম্বর ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রমীলা। ভোটে দাঁড়ানো ভারতীয় প্রার্থীদের মধ্যে প্রমীলাই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তিনি তাঁর নির্বাচনী ক্ষেত্রে ৮৩ শতাংশ ভোট পেয়েছেন। মার্কিন কংগ্রেসে প্রমীলা এই নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হলেন। ৫৩ বছরের প্রমীলা রাজনীতির সঙ্গে সঙ্গে একজন অ্যাক্টিভিস্ট হিসাবেও পরিচিত।

অ্যামি বেরা

অ্যামি বেরা

ক্যালিফোর্নিয়ার ৭ নম্বর ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়েছেন অ্য়ামি। এই নিয়ে চতুর্থবার মার্কিন কংগ্রেসে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হলেন তিনি। ৫২.৭% ভোট পেয়েছেন ডেমোক্র্য়াট অ্যামি। রাজনীতিক হওয়ার সঙ্গে সঙ্গে অ্যামি বা আমেরিশ বাবুলাল বেরা একজন চিকিৎসক।

রাজা কৃষ্ণমূর্তি

রাজা কৃষ্ণমূর্তি

ইলিনয়েস ৮ নম্বর জেলা থেকে নির্বাচিত হয়েছেন রাজা। এই নিয়ে তিনি-ও দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। ৬৫.৭% ভোট পেয়েছেন ডোমোক্র্যাট রাজা। ৪৫ বছরের রাজা একজন সফল ব্যবসায়ী।

তুলসী গ্যাববার্ড

তুলসী গ্যাববার্ড

ডেমোক্র্য়াট প্রার্থী তুলসী হাওয়াই থেকে তাঁর অসন ধরে রাখতে সমর্থ হয়েছেন। তিনি ৭৭.৪% ভোট পেয়েছেন। এই নিয়ে দ্বিতীয়বার ভোটে জয়ী হলেন তুলসী।

হিরল তিপিরনেনি

হিরল তিপিরনেনি

ডেমোক্র্যাট দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন চিকিৎসক হিরল। অ্যারিজোনার ৮ নম্বর ডিস্ট্রিক্ট থেকে ভোটে দাঁড়়ানো হিরল পেয়েছেন ৯৪,০০০ ভোট। শতাংশের বিচারে হিরলের সংগ্রহ ৫৬.৭% ভোট। তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান ডেব্বি লেসকোস পেয়েছেন ১২৩,০০০ ভোট।

অনিতা মালিক

অনিতা মালিক

অ্যারিজোনার ৬ নম্বর ডিস্ট্রিক্ট থেকে ভোটে দাঁড়িয়েছিলেন অনিতা। ডেমোক্র্যাট প্রার্থী অনিতা পেয়েছেন ৯৫,০০০ ভোট। তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী পেয়েছেন ১২৩,০০০ ভোট। শতাংশের বিচারে অনিতার সংগ্রহ ৫৬.৪% ভোট।

প্রেস্টন কুলকার্নি

প্রেস্টন কুলকার্নি

হার মেনেছেন একটা সময় মার্কিন বিদেশ দফতরে কাজ করা প্রেস্টন কুলকার্নি। ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে তিনি টেক্সাস -এর ২২ নম্বর ডিস্ট্রিক্ট থেকে প্রার্থী হয়েছিলেন। প্রেস্টন-এর প্রতিপক্ষ ছিলেন পাঁচ-বারের জয়ী রিপাবলিকান প্রার্থী পেটে ওলসনস। প্রেস্টন পেয়েছেন ১৩৭,৫০০ ভোট। তাঁর প্রতিপক্ষ পেটে পেয়েছেন ১৫২,০০০ ভোট।

 হার মেনেছেন এই সব ভারতীয়ও

হার মেনেছেন এই সব ভারতীয়ও

ফ্লোরিডার ৮ নম্বর ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন সঞ্জয় প্য়াটেল। তিনিও হেরে গিয়েছেন। আরাকানসাস-এর ১ নম্বর ডিস্ট্রিক্ট থেকে ভোটে দাঁড়়িয়েছিলেন ডেমোক্র্যাট চিন্তন দেশাই। তিনি রিপাবলিকান রিক ক্রাওফোর্ড-এর কাছে হার মেনেছেন। রিপাবলিকান প্রার্থী হিসাবে কানেকটিকাট-এর ৪ নম্বর ডিস্ট্রিক্ট থেকে ভোটে দাঁড়িয়েছিলেন হ্যারি অরোরা। তিনি লক্ষাধির ভোট পেলেও জিততে পারেননি।

নিমা কুলকার্নি

নিমা কুলকার্নি

মার্কিন কংগ্রেস ছাড়াও স্টেট লেজিসলেচার এবং লোকাল অফিস, যেমন স্কুল কান্ট্রি বোর্ড-এর নির্বাচনও হয়েছে এই মধ্যবর্তী নির্বাচনে। এই ক্ষেত্রে ভোটে দাঁড়ানো ভারতীয় বংশোদ্ভূতদের ফল সকলকেই চমকে দিয়েছেন। কারণ ইন্দো-আমেরিকান কমিউনিটি ঢেলে এইসব ভারতীয় বংশোদ্ভূতদের জন্য ভোট দিয়েছেন। যার ফলে নিমা কুলকার্নির মতো প্রার্থী কেনটাকির অ্যাসেম্বলি-তে নির্বাচিত হয়েছেন। তিনি কেনটাকির ৪০ নম্বর ডিস্ট্রিক্ট থেকে ভোটে জয়ী হয়েছেন।

আরও যাঁরা নজর কাড়লেন

আরও যাঁরা নজর কাড়লেন

নর্থ ক্যারোলিনা স্টেট সেনেটে স্থান পেয়েছেন মুজতাবা মহম্মদ। ৩৮ নম্বর সেনেট ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। নর্থ ক্যারোলিনার স্টেট সেনেটে পুনর্নির্বাচিত হয়েছেন আঁন্তেপ্রঁনে জয় চৌধুরী-ও। তিনি সেনেট ডিস্ট্রিক্ট ১৫ নম্বর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। রিপাবলিকান নিরজ আতানি ওহিও হাউস-এর ৪২ নম্বর ডিস্ট্রিক্ট থেকে তৃতীয় বার জয় পেয়েছেন। টানা দ্বিতীয়বার জয় পেয়ে ওয়াশিংটন স্টেট সেনেটে গেলেন মানকা ধিংরা, বন্দনা স্ল্যাটার। ক্যালিফোর্নিয়ার স্টেট সেনেটে নির্বাচিত হয়েছেন সাবি কুমার অ্যাশ কালরা।

English summary
Samosa Caucus, this is the name of Indian origin candidates those who became candidates in Mid Term Election in USA. This brigade has earned a good impact in the election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X