For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌদিতে আত্মঘাতী জঙ্গি আবদুল্লা আসলে ভারতীয় ছিল, নিশ্চিত করল ডিএনএ

সৌদি আরবের জেড্ডায় মার্কিন দূতাবাসের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো আবদুল্লা কালজার খান আসলে ভারতীয় নাগরিক।

  • |
Google Oneindia Bengali News

সৌদি আরবের জেড্ডায় মার্কিন দূতাবাসের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো আবদুল্লা কালজার খান আসলে ভারতীয় নাগরিক। ডিএনএ পরীক্ষায় এই সত্য সামনে এসেছে। ২০১৬ সালে জেড্ডায় এই হামলা চালায় সে। ভারতের এনআইএ-র তরফে আবদুল্লার ডিএনএ পাঠানো হয়। সেটা মিলিয়ে দেখেই সৌদি সরকার এই তথ্য জানিয়েছে।

সৌদিতে আত্মঘাতী জঙ্গি আবদুল্লা আসলে ভারতীয় ছিল, নিশ্চিত করল ডিএনএ

বিস্ফোরণের পর প্রথমে বলা হয়েছিল আবদুল্লা পাকিস্তানি নাগরিক। সেইমতো সংবাদমাধ্যমকে জানানো হয়। সেইসময়ে ছবি প্রকাশ করা হয়েছিল আবদুল্লার। সেটা চোখে পড়ে মহারাষ্ট্রের সন্ত্রাস-দমন বিভাগের। দেখে আধিকারিকদের মনে হয়েছিল, এই জঙ্গি আসলে ফয়াজ কাগজি। সঙ্গে সঙ্গে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়।

এই কাগজি মহারাষ্ট্রের বাসিন্দা। ২০১০, ২০১২ পুনে বিস্ফোরণ মামলা ও আরও অনেক সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে সে ভারতে জড়িত। ২০০৬ সালে সে বাংলাদেশ হয়ে পাকিস্তানে পালিয়ে যায়। করাচিতে থেকে ২৬/১১ মুম্বই হামলার ঘটনাতেও কাগজি জড়িত ছিল বলে গোয়েন্দাদের সন্দেহ।

গোয়েন্দারা মনে করছেন, সৌদি আরবে গিয়ে সেদেশে কাজ করা ভারতীয়দের লস্কর-ই-তৈবা জঙ্গি দলে যোগ দেওয়ানোর চেষ্টা করত ফয়াজ। পরে নিজে আইএসআইএস-এ যোগদান করে ও আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

২০১৬ সালে সেদিন শুধু ফয়াজই নয় আরও দুটি আত্মঘাতী বিস্ফোরণ হয়েছিল। হজরত মহম্মদরে সমাধিস্থলের কাছে ও শিয়া মসজিদের সামনে। সেখানেও দুই জঙ্গি নিহত হয়।

English summary
Suicide bomber who struck in Saudi Arabia's Jeddah in 2016 was Indian, not Pakistani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X