For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দোনেশিয়ায় প্রায় ৩০০ কুমির খুনে চাঞ্চল্য! জেনে নিন বিস্তারিত

ওয়েস্ট পাপুয়া প্রদেশের সরং জেলায় স্থানীয় বাসিন্দারা ছুরি, হাতুড়ি-সহ ধারালো অস্ত্র দিয়ে ২৯২ টি কুমিরকে হত্যা করে বলে জানা গিয়েছে। কুমির প্রজনন কেন্দ্রে স্থানীয় এক বাসিন্দাকে মেরে ফেলার জেরেই এই হামলা

  • |
Google Oneindia Bengali News

ইন্দোনেশিয়ায় প্রায় ৩০০ কুমিরকে হত্যার ঘটনায় চাঞ্চল্য। ওয়েস্ট পাপুয়া প্রদেশের সরং জেলায় স্থানীয় বাসিন্দারা ছুরি, হাতুড়ি-সহ ধারালো অস্ত্র দিয়ে ২৯২ টি কুমিরকে হত্যা করে বলে জানা গিয়েছে। কুমির প্রজনন কেন্দ্রে স্থানীয় এক বাসিন্দাকে মেরে ফেলার জেরেই এই হামলার ঘটনা।

ইন্দোনেশিয়ায় প্রায় ৩০০ কুমির খুনে চাঞ্চল্য! জেনে নিন বিস্তারিত

একটি সংবাদ মাধ্যমের তরফে হ্ত্যা করা কুমিরগুলির ছবি প্রকাশ করা হয়েছে।
ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়ার ন্যাচরাল রিসোর্স কনজারভেশন এজেন্সির তরফে জানানো হয়েছে, ৪৮ বছর বয়সী এক ব্যক্তি কুমির প্রজনন কেন্দ্রে ঘাস তোলার জন্য ঢুকেছিলেন। সেখানেই তাকে কুমির টেনে নিয়ে যায়। সাহায্যের জন্য চিৎকার শুনে সেখানকার এক কর্মী দেখেন কুমির একজনের ওপর হামলা চালিয়েছে।

কুমিরের হামলায় মৃত মানুষটির শেষকৃত্য সম্পন্ন করার পর গ্রামবাসীরা ওই কুমির প্রজনন কেন্দ্রে হামলা চালায় এবং কুমিরগুলিকে খুন করে।

প্রশাসনের তরফে জানানো হয়েছিল কুমির প্রজনন কেন্দ্রটি শুরু করা হয়েছিল ২০১৩ সালে। সরকারি লাইসেন্সও ছিল। যেখানে কুমির প্রজনন কেন্দ্রের আশপাশে সাধারণ মানুষের ঘোরাফেরা করায় নিষেধ রয়েছে, সেখানে অসতর্ক হয়ে প্রবেশের ফলেই কুমিরের হামলা ঘটে। এই গটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে।

English summary
Nearly 300 crocodiles killed in Indonesian in a revenge attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X