For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে কাতার ওয়ারওয়েজের নিয়োগ প্রক্রিয়া বিশাল লাইন! বিপুল ভিড়ে ফেরানো হল বহু আবেদনকারীকে

মুম্বইয়ে কাতার ওয়ারওয়েজের নিয়োগ প্রক্রিয়া বিশাল লাইন! বিপুল ভিড়ে ফেরানো হল বহু আবেদনকারীকে

  • |
Google Oneindia Bengali News

নভেম্বর কাতারে বসতে চলেছে বিশ্বকাপ। তার আগে কাতার ওয়ারওয়েজের তরফে বিশ্বব্যাপী নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিমান শিল্পের ইতিহাসে সব থেকে বড় এই নিয়োগ প্রক্রিয়ার একটি অংশ চলছে মুম্বইতেও। সেখানে রেকর্ড সংখ্যক মানুষ ভিড় করেছেন।

ভারতীয়দের কাছ থেকে চাওয়া হয়েছিল আবেদনপত্র

ভারতীয়দের কাছ থেকে চাওয়া হয়েছিল আবেদনপত্র

ব্যাপক এই নিয়োগ প্রক্রিয়া শুধু মাত্র বিশ্বব্যাপী ভ্রমণের চাহিদা বৃদ্ধির কারণেই শুধু নয়, নভেম্বরে কাতারে বসতে চলেছে ফুটবলের বিশ্বকাপ। সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রে মানব সম্পদের চাহিদা রয়েছে। কাতার ওয়ারওয়েজ ছাড়াও যে সব ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলছে, তার মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজ, কাতার ডিউটি ফ্রি, কাতার এভিয়েশন সার্ভিসেস এবং অন্য বেশ কিছু ক্ষেত্র। কাতার এয়ারওয়েজের তরফে জানানো হয়েছে ২০২২-এর ১৬ সেপ্টেম্বর তারা বিভিন্ন পদের জন্য ভারতীয়দের কাছ থেকে আবেদন গ্রহণ করেছে।

মুম্বইয়ে নিয়োগ শিবির

ব্যাপক নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে মুম্বইতেও খোলা হয়েছিল নিয়োগ শিবির। হিলটন মুম্বইয়ে ২৯ ও ৩০ সেপ্টেম্বর এই নিয়োগ শিবির চলে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বেশ কিছু ভিডিওয় দেখা গিয়েছে হোটেলের বাইরে বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে নানা মন্তব্যে মধ্যে উল্লেখযোগ্য হল, চাকরির ইন্টারভিউয়ের জন্য দীর্ঘতম লাইন। কাতার ওয়ারওয়েজের ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্যই দীর্ঘ লাইন দেখা গিয়েছে। প্রচুর ভিড়ের কারণে এয়ারলাইনের তরফে অনেক আবেদনকারীরে ফিরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

সর্বকালের বড় ব্ল্যাক ফ্রাইডে

সর্বকালের বড় ব্ল্যাক ফ্রাইডে

হিলটন মুম্বইয়ে লাইনগুলি এতটাই দীর্ঘ ছিল যে, অনেকেই বলছেন, সর্বকালের সব চেয়ে বড় ব্ল্যাক ফ্রাইডে ছিল। অনেকেই এখান তেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কেননা বহু দূর থেকে আসা অনেকেই পরিস্থিতির সাপেক্ষে বিরক্তি প্রকাশ করেছেন।
প্রকাশিত খবর অনুযায়ী এর আগেও কাতার ওয়ারওয়েজের নিয়োগ প্রক্রিয়ায় বহু মানুষ অংশ নিয়েছিলেন। কাতার এয়ার ওয়েজের সিইও আকবর আল বাকের জানিয়েছেন ২০২২ সালের মাঝামাঝি সময়ে পাইলট নিয়োগের জন্য ৭০০ পদের বিজ্ঞাপন দিয়ে ২০ হাজারের বেশি আবেদনপত্র পেয়েছিল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সব প্রার্থীই ছিলেন যোগ্য।

বিভিন্ন ব্যবসায় কর্মী নিয়োগ

বিভিন্ন ব্যবসায় কর্মী নিয়োগ

কাতার ওয়ারওয়েজ গোষ্ঠী সেলস ও ফিনান্স ছাড়াও বিভিন্ন ব্যবসায় লোক নিয়োগ করতে চলেছে। এর মধ্যে রয়েছে কর্পারেট, বাণিজ্যিক, ব্যবস্থাপনা, পণ্যসম্ভাব, গ্রাহক পরিষেবা, প্রকৌশল, ফ্লাইট অপারেশন, গ্রাউন্ড সার্ভিস, নিরাপত্তায় লোক নিয়োগ করতে চায়।
এছাড়াও এই গোষ্ঠী তাদের ধিয়াফাটিনা হোটেলের পাশাপাশি কাতার ডিউটি ফ্রি, কাতার এভিয়েশন সার্ভিসেস, কাতার এয়ারওয়েড ক্যাটারিং কোম্পানি, কাতার ডিস্ট্রিবিউশন কোম্পানিতেও লোক নিয়োগ করতে চায়।

'চারটি অঞ্চল নতুন করে যুক্ত হয়েছে,' ইউক্রেনের অঞ্চলকে রাশিয়ার বলে দাবি পুতিনের 'চারটি অঞ্চল নতুন করে যুক্ত হয়েছে,' ইউক্রেনের অঞ্চলকে রাশিয়ার বলে দাবি পুতিনের

English summary
Many applicants are turned away in the recruitment process of Qatar Airways in Mumbai due to huge crowd
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X