For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮০০ কোটিতে পা বিশ্বের জনসংখ্যার, জেনে নিন কারা ছিলেন ৫০০, ৬০০, ৭০০ কোটিতম শিশু

Array

Google Oneindia Bengali News

ইউনাইটেড নেশন জানিয়েছে যে বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন ছুঁয়ে ফেলেছে। এবার এই জন সংখ্যা বৃদ্ধির হার তা ধীরে হবে বলা জানানো হয়েছে। বলা হয়েছে ৯ বিলিয়নে পৌঁছতে ১৫ বছর সময় লেগে যাবে বিশ্বের।

জনসংখ্যা কীভাবে বাড়ছে?

জনসংখ্যা কীভাবে বাড়ছে?

তবে এর পর জনসংখ্যা বৃদ্ধির হার আরও ধির গতির হবে বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে ১০ বিলিয়নে পৌঁছতে ২০৮০ সাল হয়ে যাবে। ১৮০০ সালে বিশ্বের জনসংখ্যা ছিল ১ বিলিয়ন। তারপর থেকে জনসংখ্যা বেড়েছে আট গুন। তা বেড়েছে এই ২২২ বছরে আট গুন। এখন তা হল আট বিলিয়ন।

বিশ্বের জনসংখ্যা কীভাবে বাড়ছে তা দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে ১৯৬২ সাল থেকে ১৯৬৫ সালের মধ্যে বৃদ্ধির হার কমেছিল ২.১ শতাংশ। এক শতাংশ কমে ২০২০ সালে। ২০৫০ সালের মধ্যে রাষ্ট্রসঙ্ঘ বলছে যে এই বৃদ্ধির হার কমবে ০.৫ শতাংশ। জন্মহার যেহেতু কমছে তাই এর হার কমতে পারে বলে মনে করা হচ্ছে।

 কী বলছে ইউএন?

কী বলছে ইউএন?


ইউএন এটাও বলছে যে, ভারতের জনসংখ্যা ২০২৩ সালে চিনকে পেরিয়ে যাবে। এটা ২০৫০ সালে ১.৭ বিলিয়ন হয়ে হাবে, তবে কমবে চিনের জনসংখ্যা তাঁদের এই যে ১.৪ বিলিয়ন জনসংখ্যা তা ২০৫০ সালের মধ্যে ১.৩ শতাংশ কমবে।

বিগত কয়েক বছরে ইউনাইটেড নেশন সেই সব শিশুদের চিহ্নিত করেছে যারা বিশেষ মাইলস্টোন ছুঁয়েছে জনসংখ্যার ক্ষেত্রে। এর আগে জনসংখ্যা যখন ছয়, সাত ও আট বিলিয়ন যখন হয়েছে তখন তা চিহ্নিত করে রাখা হয়েছিল। এবার দেখে নেওয়া যাক, তাঁরা এত বছর পর এখন কোথায় রয়েছেন এবং কী করছেন।

 ৫০০ কোটিতম শিশু

৫০০ কোটিতম শিশু

১৯৮৭ সালে জন্মগ্রহন করেন বিশ্বের ৫০০ কোটিতম শিশু। তিনি ১১ জুলাই জন্মগ্রহন করেছিলেন। তাঁর নাম ছিল মাতেজ গাসপার। তাঁর এই কৃতিত্বের পর তাঁর চারদিকে ছিল ফ্লাশ বাল্বের ঝলকানি। তাঁকে রাজনৈতিক নেতারা দেখতে এসেছিল। সে জন্ম নিয়েছিল ক্রোয়েশিয়ার রাজধানি জাগ্রেবে। এরপর কেটেছে ৩৫ বছর তিনি এখন বিবাহিত। সে কেমিক্যাল ইঞ্জিনিয়ার। থাকেন জাগ্রেবেই।

আদনান মেভিক ছিলেন ৬০০ কোটিতম শিশু। তিনি ১২ অক্টোবর ১৯৯৯ সালে জন্ম নিয়েছিলেন। সারাজেভোতে তিনি থাকেন তাঁর মায়ের সঙ্গে। ইকনমিক্সে মাস্টার্স করেছেন। সে শীঘ্রই ইউরোপে চলে যাবে চাকরির জন্য।

 ৭০০ কোটিতম শিশু

৭০০ কোটিতম শিশু


সাদিয়া সুলতানা ঐশী হলেন ৭০০ কোটিতম শিশু। জন্ম নেন ২০১১ সালে। সে এখন ডাক্তার হতে চায়। তাঁর পরিবার ভিলাইতে চলে গিয়েছে, কারন তাঁদের পরিবারের যে ব্যাবসা তা ছিল শাড়ি ই ফেবরিকের। করোনার জন্য তা বড় ধাক্কা খায়।

বিশ্বের জনসংখ্যা ছাড়াল ৮০০ কোটি, পরবর্তী ১০০ কোটি জনসংখ্যা বাড়বে আটটা দেশ থেকেবিশ্বের জনসংখ্যা ছাড়াল ৮০০ কোটি, পরবর্তী ১০০ কোটি জনসংখ্যা বাড়বে আটটা দেশ থেকে

English summary
5,6 and 7 billionth child of the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X