For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্য উপদেষ্টার বদলে আরও বড় দায়িত্বে কিমের বোন কিম ইয়ো জং, আন্তর্জাতিক মহলে শুরু জোরদার চর্চা

মুখ্য উপদেষ্টার বদলে এবার আরও বড় দায়িত্বে উত্তর কোরিয়ার শাসক কিমের বোন কিম ইয়ো জং

  • |
Google Oneindia Bengali News

জল্পনা চলছিল বিগত কয়েক মাস ধরেই। অবশেষে উত্তর কোরিয়ার শীর্ষ নীতিনির্ধারণী সংস্থা স্টেট অ্যাফেয়ার্স কমিশনের (এসএসি) সদস্যপদ দেওয়া হল সে দেশের রাষ্ট্রপ্রধান কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জংকে। এদিকে তাঁর এই বিরাট পদন্নোতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গোটা বিশ্বজুড়েই। এদিকে এর আগে একাধিকবার আমেরিকাকে হুমকী দিয়ে খবরের শিরোনামে এসেছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং।

আমেরিকাকে হুঁশিয়ারি

আমেরিকাকে হুঁশিয়ারি

এমনকী আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার প্রভাব নিয়েও একাধিকবার সুর চড়াতে দেখা গিয়েছে কিম ইয়ো জংকেয কয়েকদিন আগেই তিনি বলেন, তাদের দেশের প্রতি আমেরিকার (USA) নেতিবাচক মনোভাব বরাবরই আন্তর্জাতিক মঞ্চে তাদের ভাবমূর্তি নষ্ট করে থাকে। এই কাজ বেশিদিন চলতে পারে না। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলতে দেখা যায় তাঁকে। এই প্রসঙ্গে তিনি বলেন "আমার মনে হয় নিরপেক্ষতা ভিত্তিতে যখন দুই দেশের মধ্যে পারস্পারিক সম্মান অটুট থাকবে তখন উত্তর ও দক্ষিণ কোরিয়ার (South Korea) মধ্যে বোঝাপড়ার পথ মসৃণ হতে পারে।"

রাষ্ট্রপ্রধানের মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছিলেন

রাষ্ট্রপ্রধানের মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছিলেন

এদিকে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া ইস্যুতে তার মন্তব্য নিয়ে জোর চর্চা চলে বিভিন্ন মাধ্যমে। তখন থেকেই অনেকে বলতে থাকেন শীঘ্রই হয়তো উত্তর কোরিয়ার কোনও বড় প্রশাসনিক পদে দেখা যাবে কিম ইয়োকে। আর বাস্তাবে তাই হল সত্যি। কিম ইয়ো জং এখন থেকে তাঁর দাদার নেতৃত্বাধীন এসএসির সদস্য। প্রসঘঙ্গত উল্লেখ্য ইয়ো জং অবশ্য আগে থেকেই উত্তর কোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তথা রাষ্ট্রপ্রধানের প্রধান উপদেষ্টার কাজ সামলাচ্ছিলেন। এবার এসএসির সদস্য হওয়ার মাধ্যমে তিনি সর্বোচ্চ সরকারি পদ পেলেন।

একসাথে ৭ জনের পদন্নোতি

একসাথে ৭ জনের পদন্নোতি

এদিকে আমেরিকা প্রসঙ্গে মতামত রাখতে গিয়ে বাইডেনকে প্রচ্ছন্ন হুমকিও দিতে দেখা যায় কিমের বোনকে। নাম না করে জো বাইডেনকে হুঁশিয়ারি দিয়ে ইয়োকে বলতে শোনা যায়, "আগামী চার বছর যদি নিশ্চিন্তে ঘুমোতে চান, তা হলে আমাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন না। যদি সেই প্রচেষ্টা হয়, তা হলে ঘুম উড়িয়ে দেব।"এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী ইয়ো জংয়ের সঙ্গে আরও ৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ইয়ো জং একমাত্র মহিলা হিসাবে এই বিরাট পদের দায়িত্ব পেয়েছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Kim Yoo-jung, Kim's sister, takes on bigger responsibilities instead of chief adviser
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X