For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টি, আরও আতঙ্ক নেপালে, ব্যাহত উদ্ধারকার্য

  • |
Google Oneindia Bengali News

কাঠমাণ্ডু, ৩০ এপ্রিল : নেপালের দুর্যোগের পরিস্থিতি কোনওভাবেই থামার লক্ষণ দেখা যাচ্ছে না। গতকাল গভীর রাত থেকেই ফের অবিরাম বৃষ্টি শুরু হয়েছে নেপালজুড়ে।

<strong>নেপালের ঘটনা 'তুচ্ছ', 'গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা</strong>নেপালের ঘটনা 'তুচ্ছ', 'গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা

ফলে ফের একবার আতঙ্ক দানা বাঁধছে আমজনতার মনে। চারিদিকে ধ্বংসস্তুপের মাঝেই আতঙ্কে দিন গুজরান করছেন মানুষ। পরিবার নিয়ে রাতের পর রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে। খাবার, জল প্রায় সবকিছুই অমিল। যাদের বাড়িঘর ভূমিকম্পে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি তারাও রাস্তায় নেমে এসেছেন ভয়ে, যদি ফের একবার কম্পনে ধসে পড়ে বাড়িঘর!

গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টি, আরও আতঙ্ক নেপালে, ব্যাহত উদ্ধারকার্য

ফলে পরিস্থিতি খুবই উদ্বেগজনক হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা এখনও সেদিনের বিভীষিকা থেকে বেরিয়ে আসতে পারেননি। এরপর ফের কম্পনের সতর্কতায় আরও মুষড়ে পড়েছেন তাঁরা।

ফের ভূমিকম্প হলে নেপালে আর কিছু থাকবে না। এমন আশঙ্কা থেকেই প্রতিদিন বহু মানুষ নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরে প্রার্থনা করে যাচ্ছেন যাতে এই দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। কেউ কেউ প্রার্থনা করছেন যাতে এরকম ভয়ঙ্কর পরিস্থিতির শিকার আর কোনওদিন নেপালকে না হতে হয়।

তবে উদ্ধারকার্যে বাধ সেধেছে অবিরাম বৃষ্টি। গত চার-পাঁচ দিন ধরেই অবিরাম বৃষ্টির জেরে নেপালে উদ্ধারকাজ প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে। তার উপর রয়েছে খাবার ও পানীয় জলের সমস্যা। বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে ত্রাণসামগ্রী বিলির কাজও। ফলে সবমিলিয়ে সুস্থ জীবনের আশায় দিন গোনা ছাড়া আর কিছুই করার নেই নেপালবাসীর।

English summary
Kathmandu witnesses continuous rainfall since late last night
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X