ন্যায়বিচার মেলেনি, অভিযোগ কাদের মোল্লার আইনজীবীদের

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দেশদ্রোহী কার্যকলাপে যুক্ত ছিলেন কাদের মোল্লা। খুন, ধর্ষণ, লুঠপাট, পাকিস্তানি ফৌজকে মুক্তিযোদ্ধাদের চিনিয়ে দেওয়া ইত্যাদি ন্যক্কারজনক কাজ করেছিলেন তিনি। এই অপরাধে তাঁর ফাঁসির সাজা হয়। সেই রায় পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। বৃহস্পতিবার আদালত রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ার এখন ফাঁসি কার্যত সময়ের অপেক্ষা।
এই পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসামিপক্ষের দুই আইনজীবী আব্দুর রজ্জাক ও খন্দকার মেহবুব হোসেন বলেন, "কাদের মোল্লার ওপর ন্যায়বিচার করা হয়নি। তিনি ন্যায়বিচার পাননি। সর্বোচ্চ আদালত রায় দেওয়ায় আমাদের কিছু আর বলা ঠিক হবে, কিছু করতেও পারব না। তবে, এটুকু আশা রাখছি, আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত তড়িঘড়ি কোনও পদক্ষেপ নেবে না কারা কর্তৃপক্ষ।" আব্দুর রজ্জাকের অভিযোগ, যে সাক্ষীর কথায় বিশ্বাস করে তাঁর মক্কেলকে কারাদণ্ড দেওয়া হয়, সে তিন জায়গায় তিন রকম কথা বলেছে। তাও সেটা নিয়ে প্রশ্ন তোলেনি আদালত। ভুল সাক্ষ্যের ওপর ভিত্তি করে ফাঁসি দেওয়া একটা আদ্যন্ত ভুল পদক্ষেপ।