নিজের মেয়ের মৃত্যু সংবাদ পাঠ করলেন সঞ্চালিকা, দেখুন ভাইরাল ভিডিও
এমন দুর্ভাগ্য ক'জনের হয়! নিজে জনপ্রিয় সঞ্চালিকা হয়ে মেয়ের মৃত্যু সংবাদ পাঠ করার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা হল সাংবাদিক অ্যাঞ্জেলা কেনেকে-র। ড্রাগ ওভারডোজে গত ১৬ মে তাঁর মেয়ে মারা যান। ঠিক যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বহু কমবয়সী ছেলে-মেয়ে মারা যায়। সেই ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই অ্যাঞ্জেলা তুলে ধরেছেন। সিবিএস সংবাদমাধ্যমের সঙ্গে গত ২৯ বছর জড়িয়ে রয়েছেন তিনি। গত সপ্তাহে মেয়ের মৃত্যু সংবাদের কথা সকলকে জানিয়ে মাদকের ওভারডোজে কী অবস্থা হতে পারে তা সকলকে বোঝানোর চেষ্টা করেছেন নিজের সঞ্চালনার মধ্য দিয়ে।

তিনি খবরের স্টুডিওতে বলে লাইভ বলেন, আমরা বহু মাদক নিয়ে খবর পাই। এর বীভৎসতা এবার আমার ঘরে হানা দিয়েছে। আমার ব্যক্তিগত ক্ষতি করেছে। ১৬ মে আমি আমার ২১ বছর বয়সী মেয়ে এমিলিকে হারিয়েছে। আমার কাছে আচমকা পৃথিবীটা থমকে গিয়েছে। এখানেই না থেমে অ্যাঞ্জেলা বলেছেন, আমার পরিবারের কেউ এর শিকার হোক তা কোনওদিনই ভাবতে পারিনি। কেউই পারেনা। আমার সুন্দর, প্রতিভাবান মেয়েকে হারানোর বিকল্প কিছু হতে পারে না।
I'm issuing a personal plea to end the stigma surrounding addiction and a call for action regarding the opioid crisis! pic.twitter.com/Ayxlf43UQm
— Angela Kennecke (@AngelaKennecke) September 5, 2018
প্রসঙ্গত, ২১ বছরের অ্যাঞ্জেলা মাদকের ওভারডোজের কারণে ১৬ মে মারা যান। মেয়ে যে মারণ নেশা ধরেছে তা তিনি জানতেন না বলে অ্যাঞ্জেলা জানিয়েছেন। এখন মেয়ের মারা যাওয়ার পর নিজে এগিয়ে এসে এর প্রচার করছেন তিনি।