
সায় দিচ্ছে না শরীর, আনুষ্ঠানিক ভাবে পদ ছাড়লেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে
গুঞ্জন শুরু হয়েছিল আগেই। তাতে সিলমোহর দিলেন প্রধানমন্ত্রী নিজেই। দেশের মানুষের জন্য সঠিকভাবে সেবা করতে পারছি না তাই আর এই পদে থাকা সম্ভব নয়। নিজের পদত্যাগের কথা ঘোষণা করে এমনই মন্তব্য করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

পদত্যাগ করলেন শিনজো আবে
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেন তিনি। চিকিৎসার জন্য তাৎ ছুটি প্রয়োজন বলে জানিয়েছেন। সেকারণেই এই পদ ছা়ড়তে চাইছেন তিনি।

কোলাইটিসে হয়েছে আবের
আলসারেটিস কোলাইটিসে আক্রান্ত শিনজো আবে। দীর্ঘ কয়েক বছর ধরে এর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু গত কয়েক বছরে তাঁর শরীরের অবস্থার অবনতি হয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা টেনে নিয়ে যেতে পারবেন বলে মনে হয় না।

জনতার হয়ে কাজ করতে পারছি না
জনতার হয়ে কাজ করতে পারছি না এতোটাই অসুস্থ। তাই এই পদে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। ৬৫ বছরের প্রবীণ প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষের স্বার্থে কাজ করতে না পারলে এই পদে থাকার কোনও যোগ্যতা নেই। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা ধাক্কা
করোনা মহামারী মারাত্মক আকার নিয়েছিল জাপানে। শয়ে শয়ে লোক মারা গিয়েছে। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছিল না। এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। করোনা সংকট মারাত্মক আকার নেয় জাপানে।
Recommended Video

কেন্দ্র কী করে পরীক্ষার বোঝা চাপাতে পারে? NEET-JEE ইস্যুতে ছাত্রদের উস্কাতে টুইট রাহুলের