করোনা ভাইরাস থেকে বাঁচতে গোটা বিমানটাই বুক করে ফেললেন জাকার্তার এই ব্যক্তি
নিজেকে কিভাবে করোনা ভাইরাস থেকে বাঁচাবেন? বিশেষ করে যখন আপনি বিমানে করে কোথাও যাচ্ছেন। আপনার সঙ্গে রয়েছেন আরও যাত্রী। তখন নিশ্চয়ই আপনি পিপিই স্যুট বা মাস্ক পরে নিজের সুরক্ষা নিশ্চিত করবেন। তবে জাকার্তার এই ব্যক্তি সকলের চেয়ে আলাদাভাবে চিন্তা ভাবনা করেছেন। নিজের সুরক্ষার কথা ভেবে এবং নিজেকে করোনা ভাইরাস থেকে আলাদা রাখতে পুরো একটা বিমান ভাড়া করে নিয়েছেন। বালিগামী ওই বিমানে যাতে তিনি ও তাঁর সঙ্গী সুরক্ষিত থাকতে পারেন তার জন্যই এই বন্দোবস্ত।

মাসাবেল সি এশিয়া অনুযায়ী, জাকার্তা সোসাইটির খ্যাতনামা রিচার্ড মুলজাদি করোনা ভাইরাসের আতঙ্কে পুরো বিমান ভাড়া করে নেন। মুলজাদি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ৪ জানুয়ারি নিজের অনুগামীদের তাঁর ও তাঁর স্ত্রীর জন্য পুরো বিমান ভাড়া করার গল্প জানান। যে ছবিটি তিনি পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে গোটা বিমানে তিনি একা বসে রয়েছেন। এই পোস্টের সঙ্গে তিনি একটি ক্যাপশনও দেন, তাতে লেখা, 'যতটা সম্ভব আসন বুক করার পর এটা একটি ব্যক্তিগত বিমানের চেয়ে সস্তা ছিল। এটাই কৌশল ছিল আমার।’
মুলজাদি গোটা বিমানটি বুক করেন যাতে তিনি তাঁর স্ত্রীয়ের সঙ্গে একা সফর করতে পারেন। যাতে অন্যান্য যাত্রীদের থেকে তিনি নিরাপদে থাকেন। চূড়ান্ত পর্যায়ের সামাজিক দুরত্ব বজায় রাখার পর তিনি সোশ্যাল মিডিয়ায় এও জানিয়েছেন যে তাঁর বিমানে যেন কেউ না থাকেন তা তিনি নিশ্চিত করার পরই বিমানে ওঠেন। জাকার্তার ওই ব্যক্তি লেখেন, 'আমি নিশ্চিত করি যে বিমানে যেন অন্য কোনও যাত্রী না থাকেন এই বিমানটি শুধুই আমাদের। বিদায় ভুতুড়ে বিমান।’
তবে মুলজাদিনের স্টোরিতে টুইস্ট রয়েছে। জানা গিয়েছে, লায়ন এয়ার গ্রুপ, যার কর্ণধার বাটিক এয়ার, নিশ্চিত করে জানিয়েছেন যে ওই দম্পতি বিমান–৬৫০২–এ করে জাকার্তা থেকে বালির ডেনপাসারে গিয়েছেন মঙ্গলবার। তবে এয়ারলাইন জানিয়েছে যে ওই ব্যক্তি দু’টি টিকিট কেটেছিলেন, বাকি আসন এমনিই ফাঁকা ছিল। ওই ব্যক্তির দাবি মিথ্যা
নিজেই নিজেকে ক্ষমা করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প! কী বলছে মার্কিন আইন?