For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রার্থনায়' করোনা নির্মূল করা কি সম্ভব! ইচ্ছাশক্তি নিয়ে গবেষণা কোন পথে

'প্রার্থনায়' করোনা নির্মূল করা কি সম্ভব! ইচ্ছাশক্তি নিয়ে গবেষণা কোন পথে

Google Oneindia Bengali News

শুধুমাত্র মনের জোড়। পারিপার্শ্বিক পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, কেবলমাত্র মনের জোরেই একজন মানুষ বহু খারাপ পরিস্থিতিকেও জয় করে নিতে পারে। এমনই বক্তব্য গবেষকদের। এবার কানসাস সিটিতে এক মার্কিন-বিদেশী চিকিৎসক করোনার আবহে শুরু করলেন নতুন গবেষণা।

কোনপথে গবেষণা!

কোনপথে গবেষণা!

মার্কিন যুক্তরাষ্ট্রের নিবাসী চিকিৎসক ধনঞ্জয় লাক্কিরেড্ডি । তিনি এবার এক অভিনব পন্থায় এক ঐশ্বরিক শক্তির সঙ্গে মধ্যস্থতা স্থাপনকারী প্রার্থনায় ব্রতী হয়েছেন। চিকিৎসকের দাবি এতে ইচ্ছাশক্তির জেরে করোনা নির্মূল সম্ভব কি না, তা তিনি যাচাই করতে চান।

 কতদিন চলবে এই প্রার্থনা?

কতদিন চলবে এই প্রার্থনা?

একটি প্রত্যন্ত জায়গায় বসে তিনি এই প্রার্থনা শুরু করেছেন কানসাসে। তাঁর দাবি, এই প্রার্থনা ৪ মাস ধরে চলবে। আর তারপরই তিনি কোনও উপসংহারে পৌঁছবেন। ১ হাজার করোনা ভাইরাস রোগীকে নিয়ে তাঁর এই প্রার্থনার গবেষণা চালু হবে।

কীভাবে চলবে গবেষণা ?

কীভাবে চলবে গবেষণা ?

২টি ভাগে করোনা আক্রান্তদের নিয়ে চলবে এই গবেষণা। রোগীদের জানানো হবে না, প্রার্থনার বিষয়ে। তবে পরিলক্ষণ করা হবে যে, রোগীর মধ্যে প্রার্থনার জেরে কোনও পরিবর্তন আসে কি না।

 গবেষণার আরও কিছু দিক?

গবেষণার আরও কিছু দিক?

বিভিন্ন ধর্মীয় পন্থাতেই এই প্রার্থনা চলবে। যে রোগীদের নিয়ে প্রার্থনা হবে, সেই রোগীদের সকলকে সমান চিকিৎসা দিতে হবে। তবে সকলকে সমানভাবে মনযোগ দিতে হবে প্রার্থনায়। এমনই তথ্য় জানিয়েছেন লক্কিরেড্ডি। এবার অপেক্ষা এই বিরল গবেষণার ফল ঘিরে।

রাজ্যপালের ঘাড়ে মাথা নেই! বসুন বিজেপির কার্যালয়ে, বললেন ফিরহাদরাজ্যপালের ঘাড়ে মাথা নেই! বসুন বিজেপির কার্যালয়ে, বললেন ফিরহাদ

English summary
Indian-American physician launches study to find if prayers could heal COVID-19 patients.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X