For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঠানকোট জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানকে নতুন প্রমাণ দিল ভারত

  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ২৫ জানুয়ারি : পাঞ্জাবের পাঠানকোটে জঙ্গি হামলা নিয়ে আরও নতুন তথ্যপ্রমাণ পাকিস্তানের হাতে ভারত তুলে দিয়েছে। একথা স্বীকার করে নিল ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজে একথা জানিয়েছেন। [পাঠানকোট হামলা : এই প্রমাণগুলি বলছে হামলাকারীরা পাকিস্তানিই]

পাক প্রধানমন্ত্রী জানান, পাঠানকোট জঙ্গি হানা নিয়ে ভারতের দেওয়া প্রমাণ খতিয়ে দেখে ষড়যন্ত্রকারীদের কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করছে পাকিস্তান। [পাঠানকোট হামলার আগে মাকে ফোন জঙ্গির]

পাঠানকোট জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানকে নতুন প্রমাণ দিল ভারত

পাঠানকোটে জঙ্গি হামলা নিয়ে এর আগে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা মুখ খোলেন। ফের একবার সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানকে একহাত নেন তিনি। এছাড়াও ভারত সফররত ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওল্যঁদও ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সমালোচনা করেছেন। ফলে এই পরিস্থিতিতে পাক জঙ্গিযোগ স্বীকার করা ছাড়া আর কোনও উপায় ছিল না শরিফের কাছে। এমনটাই ধারণা রাজনীতিক মহলে। [পাঠানকোটের অপহৃত এসপি মহিলা সহকর্মীকে যৌন হেনস্থায় অভিযুক্ত!]

নওয়াজ শরিফ জানিয়েছেন, ভারতের দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত চলবে। তারপরে যা সামনে উঠে আসবে তা রাখঢাক না করেই প্রকাশ করা হবে। এজন্য একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে যারা ভারতে গিয়েও তদন্ত করবে বলে জানান শরিফ।

সন্ত্রাসবাদ নির্মূল করতে পাকিস্তান উপযুক্ত পদক্ষেপ করছে এবং পাঠানকোট কাণ্ডে দোষীদের ছাড়া হবে না বলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কথা দিয়েছেন বলে জানিয়েছেন শরিফ। এখন দেখার ভারতের দাবি মতো পাঠানকোট কাণ্ডে অভিযুক্ত জঈশ জঙ্গিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় পাকিস্তান।

English summary
India has given fresh evidence on Pathankot attack: Sharif
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X