For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত–বিদ্বেষী প্রচার, পাক সরকারের একাধিক টুইটার অ্যাকাউন্ট ‌নিষিদ্ধ করল ভারত‌

Google Oneindia Bengali News

টুইটার ইন্ডিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে গেল পাকিস্তান। একাধিক পাকিস্তানি কূটনৈতিক মিশন, সাংবাদিক ও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিয়েছে ভারত। ইসলামাবাদের বিদেশ মন্ত্রকের দাবি, ২০০০ সালের আইটি আইন অনুযায়ী এই অ্যাকাউন্টগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষিদ্ধ অ্যাকাউন্টগুলির তালিকা তৈরি করে সোমবার রাতে বিদেশ মন্ত্রক টুইটে বলেছে, '‌গভীরভাবে জানাচ্ছি যে ভারত নিম্নলিখিত অফিসিয়াল অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেস বন্ধ করে ভারতীয় টুইটারে তথ্যের প্রবাহকে অবরুদ্ধ করেছে।'

পাক সরকারের একাধিক টুইটার অ্যাকাউন্ট ‌নিষিদ্ধ করল ভারত‌

টুইটার ইন্ডিয়ার নিষিদ্ধ করা অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে রাষ্ট্রপুঞ্জ, তুরস্ক, ইরান ও ইজিপ্টের পাকিস্তানি দূতাবাস। এই টুইটে যোগ করে আরও বলা হয়েছে, 'এভাবে বহুজনের কন্ঠরোধ করা এবং ভারত থেকে তথ্য উপলব্ধ না করার বিষয়টি বেশ উদ্বেগজনক।'‌ টুইটার ইন্ডিয়াকে কটাক্ষ করে পাক বিদেশ মন্ত্রক জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে চলা উচিত। শুধু তাই নয়, পাকিস্তান সরকার প্রযুক্তি সংস্থাকে অবিলম্বে নিষিদ্ধ অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেস পুনরুদ্ধার করার এবং বাক ও মত প্রকাশের গণতান্ত্রিক স্বাধীনতার আনুগত্য নিশ্চিত করার জন্য অনুরোধ করছে।

জানা গিয়েছে, দ্য নিউজ ও জিও নিউজ রিপোর্টার লন্ডনের, মুর্তাজা আলি শাহ ও সিজে ওয়ারলেম্যান সহ সাংবাদিকদের একাধিক টুইটার অ্যাকাউন্ট আইটি আইন ২০০০-এর আওতায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। মুর্তাজা আলি শাহ-এর ভেরিভায়েড টুইটার অ্যাকাউন্টে ৫৫০,০০০ জন ফলোয়ার্স রয়েছে। তিনি দ্য নিউজ ও জিও-এর সঙ্গে ১৭ বছরের বেশি সময় ধরে সংযুক্ত আছেন। শাহ নিশ্চিত করে জানিয়েছেন যে তিনি টুইটারের পক্ষ থেকে ইমেল পেয়েছেন যেখানে তাঁর অ্যাকাউন্টের বিরুদ্ধে ভারত আইনি পদক্ষেপ নিয়েছে।

টুইটার ইন্ডিয়ার অভিযোগ, ব্লক করে দেওয়া অ্যাকাউন্ট থেকে লাগাতার ভারত-বিদ্বেষী প্রচার চলছিল। প্রচার চলছিল ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অবাঞ্ছিত মন্তব্যের। সে কারণে এই সব টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। টুইটার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে মহা সমস্যায় পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে টুইটার ইন্ডিয়াকে অবিলম্বে ব্লক করা অ্যাকাউন্ট সচল করার আর্জি জানানো হয়েছে। ‌

হবু মা–বাবা আলিয়া ও রণবীর কাপুরকে অভিনব শুভেচ্ছা জানাল এই কন্ডোম ব্র‌্যান্ডটিহবু মা–বাবা আলিয়া ও রণবীর কাপুরকে অভিনব শুভেচ্ছা জানাল এই কন্ডোম ব্র‌্যান্ডটি

English summary
India has blocked multiple Twitter accounts of the Pakistani government, including journalists and diplomats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X