For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাস গড়লেন হাসিনা, বিএনপি-কে প্রায় সাফ করে ক্ষমতায় মহাজোট

বাংলাদেশে আজ একাদশতম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩০০টি আসন থাকলেও ভোট গ্রহণ হচ্ছে ২৯৯টি আসনে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশে আজ একাদশতম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩০০টি আসন থাকলেও ভোট গ্রহণ হয়েছে ২৯৯টি আসনে। গাঁইবান্ধা-৩ আসনে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট হয়নি। মোট ভোটার ১০৪,১৯০,৪৮০ জন। এঁদের মধ্যে পুরুষ ভোটদাতার সংখ্যা ৫২,৫৪৭,৩২৯। মহিলা ভোটদাতার সংখ্যা ৫১, ৬৪৩,১৫১ জন। ভোটে মোট প্রার্থী হয়েছেন ১,৮৪৮ জন। পুরুষ প্রার্থী ১,৭৭৯ জন। মহিলা প্রার্থী ৬৯। ভোটে প্রার্থী দিয়েছে ৩৯টি রাজনৈতিক দল।

বাংলাদেশের নির্বাচনের লাইভ আপডেট

২২৭টি আসনে মুখোমুখি লড়াই হচ্ছে আওয়ামি লিগ ও বিএনপি-র। মহাজোটের শরিক আওয়ামি লিগ লড়াই করছে ২৬০টি আসনে। নৌকা প্রতীক চিহ্ন নিয়ে জোট শরিকদের নিয়ে আওয়ামি লিগ ২৭২টি আসনে লড়াই করছে। বাকি আসনে মহাজোটের শরিকরা নিজস্ব প্রতীক চিহ্নে লড়াই করছে। বিএনপি-র নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট ২৮৪টি আসনে লড়াই করছে। এরমধ্যে বিএনপি লড়ডছে ২৫৮টি আসনে।

Newest First Oldest First
10:19 AM, 31 Dec

২৯৯ আসনের মধ্যে ২৮৮টি আসনেই জয়ী আওয়ামি লিগ জোট এবং বিএনপি জোট জয়ী মাত্র ৭টি আসনে, নির্দল প্রার্থীরা ৪টি আসনে জয়ী হয়েছে।
11:36 PM, 30 Dec

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ২০৪টি আসনে জয় পেয়ে ইতিহাস আওয়ামি লিগ জোটের।
11:29 PM, 30 Dec

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭টি আসনে জয় পেয়ে ইতিহাস আওয়ামি লিগ জোটের।
10:51 PM, 30 Dec

১৬২টি আসনে জয়ী মহাজোট, ঐক্যফ্রন্টের দখলে মাত্র ৪টি আসন।
10:30 PM, 30 Dec

ফরিদপুর-৪ আসনে নির্দল প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সিংহ প্রতীক চিহ্নে জয়ী হয়েছেন, তিনি ১৪৫,০০০ ভোট পেয়েছেন।
ক্সন
10:17 PM, 30 Dec

মির্জা ফকরুল ইসলাম আলমগীর-এর আগে বগুড়া-৬(সদর) আসনটি বিএনপি প্রধান খালেদা জিয়ার ছিল।
10:16 PM, 30 Dec

বগুড়া-৬(সদর) আসনে দেড় লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী বিএনপি-র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
10:14 PM, 30 Dec

নড়াইল ২ কেন্দ্রে ২৭১,২১০ ভোট পেয়ে জয়ী আওয়ামি লিগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি মোর্তাজা।
10:01 PM, 30 Dec

বাংলাদেশ নির্বাচনের বেসরকারি ফলে ৯৬টি আসনে এগিয়ে আওয়ামি লিগ, জয়ী ১৫২ আসনে।
10:00 PM, 30 Dec

এখন পর্যন্ত পাওয়া খবরে চট্টগ্রাম বিভাগের কোন আসনে কোন প্রার্থী জয়ী হলেন, দেখে নিন একনজরে-
9:56 PM, 30 Dec

এখন পর্যন্ত পাওয়া খবরে বরিশালের কোন আসনে কোন প্রার্থী জয়ী হলেন, দেখে নিন একনজরে-
9:54 PM, 30 Dec

এখন পর্যন্ত পাওয়া খবরে রংপুর বিভাগে কোন আসনে কোন প্রার্থী জয় পেলেন, দেখে নিন একনজরে-
9:51 PM, 30 Dec

বিএনপি জোট ২ আসনে জয়ী, জাতীয় পার্টি ০টি আসনে এগিয়ে, অন্যান্যরা জয়ী ৪টি আসনে।
9:50 PM, 30 Dec

বাংলাদেশ নির্বাচনের বেসরকারি ফলে ৯৬টি আসনে এগিয়ে আওয়ামি লিগ, জয়ী ১৪০ আসনে।
9:32 PM, 30 Dec

এখন পর্যন্ত পাওয়া গণনার ফলে ময়নমনসিংহ বিভাগের কোন প্রার্থী কোন আসনে জয়ী, দেখে নিন একজনজরে-
9:29 PM, 30 Dec

খুলনা বিভাগে আর কোন আসনে কে জয়ী হলেন, দেখে নিন একনজরে-
9:24 PM, 30 Dec

বিএনপি জোট ২ আসনে জয়ী, জাতীয় পার্টি ১টি আসনে এগিয়ে, অন্যান্যরা জয়ী ৫টি আসনে।
9:23 PM, 30 Dec

বাংলাদেশ নির্বাচনের বেসরকারি ফলে ১২8টি আসনে এগিয়ে আওয়ামি লিগ, জয়ী ১০৬ আসনে।
9:10 PM, 30 Dec

খুলনা বিভাগে কোন প্রার্থী কোন আসনে জয়ী হয়েছেন, দেখে নিন একনজরে-
9:06 PM, 30 Dec

এখন পর্যন্ত পাওয়া ফলে রাজশাহী বিভাগের কে কোন আসনে জয়ী হলেন, দেখে নিন একনজরে-
9:02 PM, 30 Dec

এখন পর্যন্ত প্রকাশিত ফলে ঢাকা বিভাগে কে কোন আসনে জয়ী হলেন, দেখে নিন একজনজরে-
8:50 PM, 30 Dec

বিএনপি জোট ২ আসনে জয়ী, জাতীয় পার্টি ১টি আসনে এগিয়ে, অন্যান্যরা জয়ী ২টি আসনে।
8:50 PM, 30 Dec

বাংলাদেশ নির্বাচনের বেসরকারি ফলে ১২২টি আসনে এগিয়ে আওয়ামি লিগ, জয়ী ৭৭ আসনে।
8:39 PM, 30 Dec

ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামি লিগের বর্তমান সাংসদ শরীফ আহমেদ পুনরায় নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন ২৯১,৪৭২ ভোট।
8:37 PM, 30 Dec

নরসিংদী-২(পলাশ)আসনে নৌকার প্রার্থী ডক্টর আনোয়ারুল আশরাফ খান দিলীপ ১৭৬,৩৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
8:34 PM, 30 Dec

ময়মনসিংহ-৬(ফুলবাড়ীয়া) আসনে জয়ী আওয়ামী লিগ মনোনীত প্রার্থী আলহ্বাজ মোসলেম উদ্দিন, তিনি পেয়েছেন ২৪০,৫৮৫টি ভোট।
8:31 PM, 30 Dec

২৫৫ নম্বর কুমিল্লা-৭(চান্দিনা) আসনে জয়ী বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ, তিনি নৌকা প্রতীকে ১৮৪,৯০১ ভোট পেয়েছেন।
8:21 PM, 30 Dec

বিএনপি জোট ১ আসনে জয়ী, জাতীয় পার্টি ১টি আসনে এগিয়ে, অন্যান্যরা জয়ী ২টি আসনে।
8:17 PM, 30 Dec

বাংলাদেশ নির্বাচনের বেসরকারি ফলে ১২২টি আসনে এগিয়ে আওয়ামি লিগ, জয়ী ৫৩ আসনে।
8:11 PM, 30 Dec

নেত্রকোণা-৪(মদন) আসনে নৌকার প্রার্থী রেবেকা মমিন জয়ী হয়েছেন, তিনি পেয়েছেন ২০৪,৮০৩ ভোট।
READ MORE

English summary
Bangladesh is casting vote for general Election in 299 seats. Vote counting will be start after the end of the casting vote. Click here to get the live update of the Bangladesh Election 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X