For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এভারেস্টে ট্রাফিক জ্যাম! অবিশ্বাস্য মনে হলেও সত্যি

আঁতকে উঠলেন! ভাবছেন নিছকই মসকরা! অবিশ্বাস্য মনে হলেও খবরটা কিন্তু সত্যি। তবে যানবাহন নয়, একই সঙ্গে ২০০ জন পর্বতারোহীর সামিটের চেষ্টায় ট্রাফিক জ্যামের মতোই পরিস্থিতি তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্ব

  • |
Google Oneindia Bengali News

এভারেস্টে ট্রাফিক জ্যাম!

আঁতকে উঠলেন! ভাবছেন নিছকই মসকরা! অবিশ্বাস্য মনে হলেও খবরটা কিন্তু সত্যি। তবে যানবাহন নয়, একই সঙ্গে ২০০ জন পর্বতারোহীর সামিটের চেষ্টায় ট্রাফিক জ্যামের মতোই পরিস্থিতি তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গে।

এভারেস্টে ট্রাফিক জ্যাম! অবিশ্বাস্য মনে হলেও সত্যি

এক সূত্রের তরফে জানানো হয়েছে, ৮৮৪৮ মিটার উঁচু এভারেস্টে সামিটের লক্ষ্যে, বুধরার ভোরে বিভিন্ন দেশের পর্বতারোহীরা ক্যাম্প ফোরে পৌঁছন। কিন্তু উপরে ওঠার চাপ এতটাই বেশি ছিল যে বহু পর্বতারোহীকে ওই ক্যাম্পেই দীর্ঘ সময় বসে থাকতে হয়। তাতে কয়েক জনের ধৈর্যচ্যুতিও হয়। কোনো মতে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ধীরে ধীরে সব পর্বতারোহীই সামিটের উদ্দেশে রওনা করানো হয় বলে সূত্রের খবর।

তবে এমন বিচিত্র ঘটনার কথা এর আগে কিন্তু শোনা যায়নি। এর কারণ হিসেবে নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, এবছর এভারেস্ট সামিটের জন্য ৩৮১ জন পর্বতোরোহীর নাম নথিভূক্ত হয়েছে। যা সর্বকালীন রেকর্ড। গত ১৪ মে নেপাল সরকার এভারেস্ট সামিটের রুট খুলে দিলে আট সদস্যের শেরপার দল এবছর প্রথম শৃঙ্গের চূঁড়ায় পৌঁছয়। তারা ছাড়া আরো ৪৩টি দল এভারেস্ট সামিটের লক্ষ্যে চড়াই শুরু করেছে বলে নেপাল সরকারের তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৫৩ সালে প্রথম এভারেস্ট জয় করেন পর্বতারোহী এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে। তারপর থেকে এখনও পর্যন্ত ৪৪০০ জন দুর্গম এভারেস্ট সামিট করতে সক্ষম হয়েছেন বলে নেপাল প্রশাসনের তরফে জানানো হয়েছে।

English summary
First time Everest witnesses traffic jam like situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X