For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থাইল্যান্ডে উদ্ধার অভিযানে কিড সাবমেরিন! ফের বিশ্বকে চমকে দিলেন এলন মাস্ক

স্পেসএক্সের এলটন মাস্ক বন্যায় নিমজ্জিত গুহায় আটকে থাকা থাই ছেলেদের উদ্ধারের জন্য একটি ছোট আকারের সাবমেরিন তৈরি করেছেন।

Google Oneindia Bengali News

রবিবার তুলনায় শুকনো আবহাওয়া সুযোগে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া খুদে ফুটবলারদের ৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো ৯ জন গুহার ভিতরে আটকে রয়েছে। রাতভর বৃষ্টিতে ফের গুহার ভিতরের জলের উচ্চতা বেড়ে গিয়েছে। ফলে ৩.২ কিলোমিটার নিমজ্জিত গুহার ভিতর দিয়ে খুদে ফুটবলারদের স্কুবা মাস্ক পরিয়েও বাইরে আনাটা ঝুঁকির হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় তাদের সাহায্যে এগিয়ে এসেছেন প্রখ্যাত প্রযুক্তিবিদ তথা স্পেস এক্স সংস্থার মালিক এলন মাস্ক। তিনি জানিয়েছেন উদ্ধারের জন্য তিনি একটি ছোট আকারের সাবমেরিন বানিয়েছেন যা গুহার ভিতর সংকীর্ণ জায়গা দিয়েও চলতে সক্ষম হবে।

স্পেস এক্স-এর চমকে নতুন খুলল নতুন দিগন্ত

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া এই খুদেদের দল ও তাদের কোচকে নিয়ে বিশ্বব্যপিই উদ্বেগ রয়েছে। বিশ্বের সব প্রান্তেই ঘটনার প্রতি মুহূর্তের অগ্রগতি নিয়ে আগ্রহ রয়েছে। শুরু থেকেই ঘটনাক্রমের উপর নজর রাখছিলেন মাস্ক। সাধারণত মহাকাশযান তৈরিতেই তাঁকে ব্যস্ত থাকতে দেখা গেলেও থাই শিশুদের উদ্ধারের জন্য তিনি একটি বিশেষ জলযান বানানোয় মন দেন।

প্রথমে এলন মাস্ক জানিয়েছিলেন স্পেস এক্স-এর ইঞ্জিনিয়ারদের নিয়ে তিনি একটি এস্কেপ পড বানাচ্ছেন। তারসঙ্গে এয়ারলক দেওয়া একটি ইনফ্লেটেবল রবারের টিউব বানাবেন তাঁরা। কিন্তু পরে জানান গুহার ভিতর সংকীর্ণ এলাকাতেও চলতে পারবে এরকম ছোট মাপের সাবমেরিন তৈরি করেছেন তাঁরা। তাতে তরল অক্সিজেন জোগানের ব্যবস্থাও রয়েছে। লস এঞ্জেলেস-এর একটি সাঁতারের পুলের নিচে সেই যানের পরীক্ষার ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাস্ক।

সেই সঙ্গে ভোলেননি আটকে পড়া ১৩ জন ও তাদের উদ্ধারে ব্যস্ত থাকা অসম সাহসী ডুবুরিদের সাহসের প্রশংসা করতেও। সারাক্ষণ যন্ত্রপাতি নিয়ে থাকা এই বিলিওনিয়ার প্রযুক্তিবিদ জানিয়েছেন এই মানুষগুলির সাহস তাঁকে বিস্মিত করেছে। এই ঘটনাই মানুষের চারিত্রিক দৃঢ়তার পরিচয় বলেও দাবি করেন তিনি।

[আরও পড়ুন:গুহা-উদ্ধারে আসছে মহাকাশযান প্রস্তুতকারীর বিশেষ জলযান ][আরও পড়ুন:গুহা-উদ্ধারে আসছে মহাকাশযান প্রস্তুতকারীর বিশেষ জলযান ]

English summary
Elon musk of Spacex construct a kid size submarine to rescue Thai boys trapped in a flooded cave.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X