For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফ্রিকার বাইরে ছড়াতে পারে ইবোলা, হুঁশিয়ারি দিল 'হু'

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ভাইরাস
লন্ডন ও নয়াদিল্লি, ৮ অগস্ট: সাবধান! ছড়াতে পারে 'ইবোলা'!

আফ্রিকা থেকে এ বার প্রাণঘাতী ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বাকি বিশ্বে। এই মর্মে সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'।

আফ্রিকায় এখনও পর্যন্ত ইবোলা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৯৩২ জন। উদ্বেগের ব্যাপার হল, তা কমার লক্ষ্মণ দেখা যাচ্ছে না। বরং বাড়ছে। আফ্রিকায় যাতায়াতকারী বিমানযাত্রীরাই এই ভাইরাস বয়ে অন্যত্র নিয়ে যাবেন বলে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, যদি ভারতে এই রোগ আসে, তা হলে সরকার তার মোকাবিলায় প্রস্তুত।

ইবোলা কী: এটি একটি মারাত্মক ভাইরাস। ১৯৭৬ সালে এটি প্রথম অস্তিত্ব জানান দেয় আফ্রিকার দেশ জাইরে-তে। তখন থেকেই বিশ্ব জানতে পারে এই মারাত্মক রোগটির কথা। আফ্রিকা মহাদেশই এর আঁতুড়ঘর।

ইবোল ভাইরাসের সংক্রমণের দু'টি পর্যায়। প্রাথমিক পর্যায়ে জ্বর, দুর্বল শরীর, মাংসপেশিতে ব্যথা, মাথার যন্ত্রণা, গলা ফোলা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। আর চরম তথা শেষ পর্যায়ে লাগাতার বমি-পায়খানা হতে শুরু করে। চামড়া ফুলে ওঠে আর সারা শরীরে গুটি বেরোতে শুরু করে। শরীরের অন্দরে যেমন মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। কিডনি ও লিভার কাজ করা বন্ধ করে দেয়। ৯০ শতাংশ ক্ষেত্রে রোগী মারা যায় বলে জানাচ্ছে 'হু'।

ইবোলাতে আক্রান্ত প্রাণীর শরীর থেকে এই ভাইরাস ঢোকে মানুষের শরীরে। তার পর তা ছড়াতে শুরু করে। রক্ত, থুতু ও পুরুষদের বীর্যে মূলত এই ভাইরাস বাসা বাঁধে।

ইবোলা ঠেকাতে আজ পর্যন্ত কোনও ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়নি। অর্থাৎ এর নির্দিষ্ট চিকিৎসা নেই।

English summary
Ebola may spread outside Africa, warns WHO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X