For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌হাসপাতালে করোনাভাইরাস রোগীর সেবায় চিন কাজে লাগালো রোবটদের

‌হাসপাতালে করোনাভাইরাস রোগীর সেবায় চিন কাজে লাগালো রোবটদের

Google Oneindia Bengali News

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শত শত মানুষের মৃত্যুর প্রেক্ষিতে রাস্তার টহল থেকে শুরু করে হাসপাতালের ওয়ার্ডগুলোতে খাবার ও ওষুধ সরবরাহ করা সহ বিভিন্ন কাজ সম্পাদনের জন্য এবার রোবট মোতায়েন করল চিন।

উহান শহরেই অধিকাংশ রোবট মোতায়েন করা হয়েছে

উহান শহরেই অধিকাংশ রোবট মোতায়েন করা হয়েছে

যেখান থেকে নতুন করে করোনাভাইরাস ছড়িয়েছে অর্থাৎ চিনের হুবেই প্রদেশের উহান শহরের প্রধান প্রধান হাসপাতালগুলোতে সাংহাই এন্টারপ্রাইজ দ্বারা নকশা করা ও উৎপাদিত ৩০টি অসংক্রামক রোবট মোতায়েন করা হয়েছে। এসব রোবটের নির্মাতা প্রতিষ্ঠান সাংহাই টিএমআইরব এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জিং জানান, সাদা রোবটগুলোর ‘মাথায়' একটি হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রেয়ার এবং ‘পেটে' ৯টি আলট্রাভায়োলেট রশ্মি রয়েছে। রোবটের মুখ দেখলে মন ভালো হয়ে যাবে। মানুষ এবং যন্ত্রপাতির সহাবস্থান থাকা যেকোনো পরিবেশে একাধিক কাজ করতে সক্ষম এসব রোবট। এছাড়া নেভিগেশন প্রযুক্তির সহায়তায় এই রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবেই যেকোনো বাধা এড়াতে সক্ষম।

রোগীদের সেবায় রোবট

রোগীদের সেবায় রোবট

বর্তমানে আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ, নিয়ন্ত্রণ ক্ক্ষ এবং উহান শহরের বড় বড় হাসপাতালগুলোতে রোগীদের বিভিন্ন সেবা দেওয়ার জন্য এই জাতীয় রোবটগুলো ব্যবহার করা হচ্ছে। চিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শনিবার পর্যন্ত নতুন এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে। গত ২৪ ঘন্টায় চিনে নতুন করে আরও ৩ হাজার ৩৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৪৬ জনে।

মারণ রোগের বিরুদ্ধে চিন সরকারের পাশে রোবট

মারণ রোগের বিরুদ্ধে চিন সরকারের পাশে রোবট

এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে (এআই) তাদের প্রযুক্তি দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে চিন সরকার। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে এই মহামারির বিরুদ্ধে চিনের লড়াইয়ে যোগ দিচ্ছে রোবট। গত বুধবার স্থানীয় বিভিন্ন হাসপাতালে ২১টি রোবট এবং ১০টি স্বয়ংক্রিয় বেড অনুদান দিয়েছে চিনের সবচেয়ে বড় রোবট নির্মাতা প্রতিষ্ঠান সিয়াসুন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য সাংহাইয়ের রাস্তা ও পার্কগুলোতে টহল দেয়া শুরু করেছে বেশ কয়েকটি রোবট

English summary
Appreciating the designing of the robot, a user said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X