For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আছে ইঁদুর দৌড়, নেই মানবিকতা, থাইল্যান্ডের এই হলিউডি গুহা-কাহিনিও কম রোমাঞ্চকর নয়

থাইল্যান্ডের গুহা থেকে সবাইকে উদ্ধারের আগেই ঘটনাস্থলে চলচ্চিত্রের কাহিনী সংগ্রহে এসে পড়েন হলিউডের প্রযোজকরা।

Google Oneindia Bengali News

মঙ্গলবার ছিল থাইল্যান্ডের গুহার উদ্ধার পর্বের তৃতীয় তথা শেষদিনে গুহার বাইরে মিডিয়া ও উদ্ধারকাজে যুক্ত ব্যক্তিদের ভিড়েই চোখে পড়ছিল কয়েকটি অপরিচিত মুখ। ঘুরে ঘুরে তাঁরা কথা বলছিলেন আটকে থাকা শিশুদের বাবা-মা থেকে উদ্ধারে যুক্ত বিভিন্ন ব্যক্তির সঙ্গেও। এই অপরিচিতেরা আর কেউ নন হলিউডি ফিল্ম নির্মাতাদের দলবল।

থাইল্যান্ডের গুহার গল্প বলতে হাজির হলিউড

সিনেমার মতোই রোমাঞ্চকর ও অবিশ্বাস্য থাইল্যান্ডের এই ঘটনা। যে ঘটনা দেশ, রাজনীতি, ধর্ম সবের উপরে উঠে বিশ্বজুড়ে মানুষকে নাড়া দিয়েছে। ফুটে উঠেছে মানব-ধর্ম। সারা দুনিয়ার মানুষ ওই ১৩টি প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করেছেন। তাদের রক্ষা করার পথ খুঁজতে উদ্যোগী হয়েছেন এলন মাস্ক। প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধারে সামিল হয়েছেন অস্ট্রেলিয় ডাক্তার, ব্রিটিশ ডুবুরি, থাই নেভির দল।

এই ঘটনায় যে একটি ব্লকবাস্টার হলিউডি ছবির কাহিনী নিহিত আছে তাতে সন্দেহ নেই। ছবিতে, গল্পে এই অসম সাহস, জেদ আর মানবতার অভিজ্ঞতা ধরা থাকুক সেটাই কাম্য। কিন্তু কেউ ভাবতে পারেননি উদ্ধার সম্পূর্ণ হওয়ার আগেই ফিল্ম পার্টি পৌঁছে যাবে অকুস্থলে! স্বাভাবিকভাবেই ফিল্ম নির্মাতাদের মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছেয

কিন্তু প্রতিযোগিতার যুগে এইসব সমালোচনায় কান দিতে নারাজ পিয়োর ফ্লিক্স ফিল্মস। মঙ্গলবার এই ফিল্ম সংস্থারই ম্যানেজিং পার্টনার মাইকেল স্কট ও কোপ্রোডিউসার অ্যাডাম স্মিথ আপাতত প্রাথমিক সাক্ষাতকার চালাচ্ছেন। এরপর একজন চিত্রনাট্যকারকে থাইল্যান্ডে হাজির করার পরিকল্পনা রয়েছে তাদের।

অ্যাডাম স্মিথ সাফ জানিয়েছেন, তাঁরা তাড়াতাড়ি না আসলে অন্য ফিল্ম সংস্থা এসে পড়ত। তাদের বক্তব্য এখনই তারা আটকে পড়া কিশোরদের সঙ্গে বা তাদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলতে চান না। তাঁরা শুধু এটা নিশ্চিত করতে চান, যে ঘটনা থিতিয়ে এলে তাঁরা যেন শুধুমাত্র পিয়োর ফিল্মস-এর সঙ্গেই তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন।

তারপর সেই অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হবে চিত্রনাট্য, অভিনয় করবেন হলিউডের প্রথম সারির অভিনেতারা। সারা বিশ্বেই সেই ছবির আবেদন থাকবে বলেই বিশ্বাস অ্যাডামের। তাই ২০১৯ সালের শেষেই শুরু করতে চান ছবির কাজ।

সেই ছবিতে যত নাটকের আমদানীই করা হোক না কেন, তা কখনই বাস্তবের নাটকিয়তাকে ছুঁতে পারবে না বলেই মনে করেন গিহী উদ্ধার বিশেষজ্ঞ আনমার মিরজা। তিনি বলেছেন, 'গত ৩০ বছরে আমি অনেক গুহা উদ্ধারের ঘটনায় যুক্ত থেকেছি। তার কোনটাতেই এত জটিলতা ছিল না।'

English summary
Before even all the boys been rescued from the sunken Thai cave, Hollywood producers already came on the scene, to collect film stories.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X