For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেস্তোরাঁয় লাইন ভাঙলেন ওবামা, মেটালেন অন্য দু'জনের বিল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ওবামা
হিউস্টন, ১১ জুলাই: তাড়াহুড়োতে লাইন ভেঙে ঢুকে পড়লেন। কিন্তু বুঝলেন কাজটা ঠিক হয়নি। তাই নিজের খাবারের দাম তো দিলেনই, পাশাপাশি যে দু'জনকে টপকে তিনি ঢুকেছিলেন, তাঁদেরকেও কিনে দিলেন। সেই 'দু'জনই তখন থ!

এমনই মজাদার মুহূর্তের সাক্ষী রইল অস্টিন শহরের একটি রেস্তোরাঁ। গতকাল অস্টিনে ডেমোক্র্যাট পার্টির একটি সভায় উপস্থিত হয়েছিলেন তিনি রাষ্ট্রপতি বারাক ওবামা। সভা শেষে বিস্তর খিদে পাওয়ায় গিয়ে হাজির হন ফ্রাঙ্কলিন বারবিকিউতে। এটি অস্টিন শহরের একটি বিখ্যাত রেস্তোরাঁ। কিন্তু এত ভিড় হয় যে, অলিখিত নিয়ম আছে সবাইকে লাইন দিয়ে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে খাবার কিনতে হবে। প্রথমটায় ওবামা লাইনে দাঁড়ান। কিন্তু দেরি হচ্ছে দেখে লাইন ভেঙে এগিয়ে যান সামনে। রাষ্ট্রপতিকে কী আর কিছু বলা যায়! কেউ কিছু বলেনওনি। রেস্তোরাঁর মালিক আরন ফ্রাঙ্কলিন শুধু বলেন, "কেউ লাইন ভেঙে এলে আমি খাবার দিই না। শুধু আপনি দেশের রাষ্ট্রপতি বলে আপনাকে দিচ্ছি।"

এ কথায় বেজায় অস্বস্তিতে পড়ে যান ওবামা। দেখেন, যে দু'জনকে টপকে তিনি এসেছিলেন, তাঁরা গম্ভীর মুখে তাকিয়ে আছেন। তখন তাঁদের কাছে ক্ষমা চেয়ে নেন। আর বলেন, "এঁদের যা দরকার, সেটা দিয়ে দিন। আমি এঁদের দামটা দিয়ে দিচ্ছি।" ওবামা নিজের জন্য দু'পাউন্ড মাংস কেনেন। আর ওই দু'জন, ব্রুস ফিনস্ট্যাড ও ফেইথ ফিনস্ট্যাডকে কিনে দেন ছ'পাউন্ড মাংস। তার পর লোকজনের সঙ্গে সামান্য বাক্যালাপ করে বিদায় নেন।

রেস্তোরাঁর মালিক আরন ফ্রাঙ্কলিন জানান, আট পাউন্ড মাংস বাবদ ৩০০ ডলার খরচ করেছেন রাষ্ট্রপতি। তবে রেস্তোরাঁয় বসে খাননি, নিজের বিমানে খাবেন বলে পার্সেল করে নিয়েছেন।

আর যে দু'জন রাষ্ট্রপতির পয়সায় খাবার খেলেন, তাঁরা কী বলছেন? মাঝবয়সী ব্রুস ফিনস্ট্যাড তাঁর মেয়ে ফেইথ ফিনস্ট্যাডকে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন। প্রথম বিহ্বলতা, রাষ্ট্রপতি সশরীরে ওই রেস্তোরাঁয় এলেন। সেই ঘোর কাটিয়ে উঠতে না উঠতেই আবার পরবর্তী চমক! তিনি ওই দু'জনের খাবারের দাম মিটিয়ে দিলেন।

দুর্লভ অভিজ্ঞতা, নিঃসন্দেহে।

English summary
Barack Obama jumps queue at restaurant, pays for others
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X