For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত্যুর মালা বরণ করে নিয়ে ১২ শিশুর জীবন বাঁচালেন থাই নৌসেনার এই প্রাক্তন ডাইভার

এবার মৃত্যুর অভিশাপও লাগল থাইল্যান্ডের উত্তর চিয়াং রাই-এর থাম লাং গুহায়। এই প্রথম গুহায় আটকে পড়া ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচকে উদ্ধার করতে গিয়ে এমন ঘটনা ঘটল।

Google Oneindia Bengali News

এবার মৃত্যুর অভিশাপও লাগল থাইল্যান্ডের উত্তর চিয়াং রাই-এর থাম লাং গুহায়। এই প্রথম গুহায় আটকে পড়া ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচকে উদ্ধার করতে গিয়ে এমন ঘটনা ঘটল। শুক্রবার দুপুরে উদ্ধারকাজ চলাকালীন থাই নৌসেনার এক প্রাক্তন সিল ডাইভারের মৃত্যু হয়। সামান কুনান নামে বছর আটত্রিশের ওই প্রাক্তন সিল ডাইভার স্বেচ্ছাসেবী হিসাবে থাই নৌ-সেনার সঙ্গে কাজ করছিলেন।

এই থাই নৌ-সেনা ডাইভারের কাহিনি জানলে স্যালুট করবেন

শুক্রবার সকালে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গুহার ভিতরে ঢুকেছিলেন সামান। জল ভর্তি গুহার মধ্যে দিয়ে প্রায় দেড় কিলোমিটার ভিতর পর্যন্ত যান তিনি। সামান-এর সঙ্গী জানিয়েছেন, গুহার ভিতরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাচ্ছিল। দেড় কিলোমিটার ভিতরে ১৫ শতাংশে নেমে গিয়েছিল অক্সিজেনের মাত্রা। ফিরে আসার পথে সামান-এর শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন সামান।

থাই নৌ-সেনা থেকে সিল ডাইভার হিসাবে অবসর নিলেও সামান স্বেচ্ছাসেবক হিসাবে উদ্ধার অভিযানে যেত। অ্য়াডভেঞ্চার স্পোর্টসের ভক্ত সামান বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সঙ্গেও যুক্ত ছিলেন। থাই নৌ-সেনার অফিসারসাও তাঁকে একডাকেই চিনতেন। সামান-এর উপরে তাঁদের যথেষ্ট ভরসা ছিল বলেই জানিয়েছে থাই নৌ-সেনা।

সামান-এর মত্যুকে সম্মান জানিয়েছে থাই নৌ-সেনা। সামান-এর মরদেহকে ব্যাঙ্ককে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদার তাঁর অন্তেষ্ঠি করা হবে। সামনা-এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামনে আসে তাঁর একটি ভিডিও। এই ভিডিও-তে দেখা যাচ্ছে সুর্বণভুমি বিমানবন্দরে উদ্ধারকারী বিমানের সিড়ির উপর দাঁড়িয়ে রয়েছেন সামান। আটকে পড়া ১২ বালককে জীবীত অবস্থায় উদ্ধার করাটা যে তাঁর এখন প্রাথমিক লক্ষ সে কথা বলতে দেখা গিয়েছে সামান-কে।

থাই নৌ-সেনা এক বিবৃতিতে জানিয়েছে, থাম লাং গুহায় উদ্ধারকাজের জন্য তাদের প্রচুর ডাইভারের দরকার ছিল। সিল অফিসারদের মোবাইলে এই বার্তা পেতেই হাজির হয়ে গিয়েছিলেন সামান। এই বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিভাবান এবং দক্ষ সিল অফিসার ছিলেন সামান। ২০০৬ সালে তিনি নৌ-সেনা থেকে স্বেচ্ছাবসর নিলেও সবসময় যোগাযোগ রেখে চলতেন। সামান-এর আত্মত্যাগকে শুধু থাইল্যান্ডের মানুষ নয় তামাম বিশ্ববাসীও স্যালুট জানিয়েছে।

English summary
The first death in Thailand Cave Rescue Operation. A former Thai Navy Seal is succumbed while making to return from the cave. His duty was to place the air tanker in the cave.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X