For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুহার ভিতরে এখনও আটকে ৯, থাইল্যান্ডে ফের শুরু উদ্ধার অভিযান

পনেরো দিনের মাথায় থাইল্যান্ডের জলমগ্ন গুহায় আটকে পড়েছে ১৩ জনের ৪ জনকে উদ্ধার করা গেল।

Google Oneindia Bengali News

১৫ দিন পর ওরা ৪ জন দেখল দিনের আলো। রবিবার বিকেলে উদ্ধার করা গেল থাইল্যান্ডের জলমগ্ন গুহায় আটকে পড়া খুদে ফুটবলারদের ৪ জনকে। এখনও ৯ জন গুহার ভিতরেই আছেন। বাকিদের সোমবার স্থানীয় সময় সকাল ৭ টা থেকে বিকেল ৫টার মধ্যে উদ্ধার করা হবে বলে জানানো হয়েছে। তবে উদ্ধার হওয়া ৪ জনের পরিচয় গোপন রাখা হয়েছে।

গুহার ভিতরে এখনও আটকে ৯, থাইল্যান্ডে ফের শুরু উদ্ধার অভিযান

রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রথম দুজনকে গুহার বাইরে বের করে আনা হয়। তার দুঘন্টা পরে ১০ মিনিটের এদিক-ওদিকে আর দুজনকে। তাদের মুখে স্কুবাডাইভের মুখোশ পরিয়েই ৩.২ কিলোমিটার কর্দমাক্ত জলের মধ্য দিয়ে তাদের বাইরে বের করা সম্ভব হয়েছে। গুহা থেকে বেরিয়েই উদ্ধার হওয়া ৪ জন ও ডুবুরিরা একে অপরকে জড়িয়ে ধরে। কেই প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় চিয়াং রাই হাসপাতালে। এ ধরণের বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য ডাইভের পর ডুবুরিদের পরের ডাইভের জন্য ১০ থেকে ২০ ঘন্টা বিশ্রামের প্রয়োজন হয়। তাই রবিবার আর কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে এখনও আটকে থাকা শিশুদের বাবা-মায়েরা যাতে ভেঙে না পড়েন তার জন্যই থাইল্যান্ডের সরকার উদ্ধার হওয়া ৪ জনের নাম প্রকাশ করেনি। জানানো হয়নি উদ্ধার হওয়া শিশুদের বাবা-মাকেও। সোশ্যাল মিডিয়ায় ১৪ বছরের মংখোল বুনপিয়ামের নাম ছড়িয়ে পড়ে। তবে মংখোলের মা নামবোম বুনপিয়াম জানিয়েছেন, তাঁকে এব্যাপারে কিছু জানানো হয়নি। তিনিও সোশ্যাল মিডিয়াতেই জেনেছেন উদ্ধার হওয়া ৪ জনের মধ্যে ১ জন হয়ত মংখোল।

নাম গোপন রেখে তাদের চিহ্নিত করার জন্য থাই সরকার উদ্ধার হওয়া ৪ জনকে বলেছে 'মু' ১, ২, ৩, ৪ হিসেবে। এই মু নামটি সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীদের বেশ মনে ধরেছে। থআই ভাষায় মু কথার অর্থ হল বন্য। ওউ খুদেদের ফুটবল দলটির নাম 'মু পা' যার অর্থ বন্য শুয়োর। বলা হচ্ছে এই অসম সাহসীদের জন্য 'মু' বা বন্য নামটিই উপযুক্ত। এই উদ্ধারের খবর ছড়িয়ে পড়া মাত্র গোটা থাইল্যান্ডে রবিবার রাতে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। অবশ্য সেই আনন্দের সঙ্গে বাকি যারা এখনও আটকে আছে তাদের জন্য প্রার্থনাও ছিল।

আরেকটি সূত্র অবশ্য দাবি করছে উদ্ধার হওয়া ৪ জনের মধ্যে একজন ২৫ বছরের কোচ একাপোল চানথায়োং। ওই সূত্রের বক্তব্য এতদিন আটকে পড়া ১৩ জনের জন্য যা খাবার ইত্যাদি পাঠানো হয়েছে, তার বেশিরভাগটাই নিজে না খেয়ে তাঁর দলের ফুটবলারদেরই খাইয়েছেন তিনি। ফলে নিজে শারীরিক দিক থেকে বেশ দুর্বল হয়ে পড়েন। সেই কারণেই উদ্ধারের সময় তাঁকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। থাই সরকার জানিয়েছে, সবাই উদ্ধার হওয়া না পর্যন্ত তারা কারোর পরিচয়ই জানাবে না।

রবিবারের উদ্ধারকাজে ব্রিটিশ ও থাই ডুবুরিদের সঙ্গে ছিলেন ১৯ জন অস্ট্রেলিয় ডুবুরিও। মূল উদ্ধারের কাজে ১৩ জন বিদেশী ও ৫ জন থাই ডুবুরি ছিলেন। গোটা প্রক্রিয়ায় অবশ্য নিযুক্ত ছিলেন মোট ৯০ জন ডুবুরি। সোমবার সকাল থেকেই তারা ফের উদ্ধারকার্য শুরু করবে বলে জানিয়েছেন। তবে রবিবারের মতো এদিনের অভিযান মসৃণ নাও হতে পারে। রবিবার আবহাওয়া শুকনো থাকায় গুহার ভিতর অনেক জায়গাতেই হাঁটুজল ছিল। কিন্তু এরপর গোটারাত ধরে বৃষ্টি হয়েছে। তাই সোমবারের উদ্ধার অভিযান বেশ চ্যালেঞ্জের হবে বলে অনুমান করা হচ্ছে।

English summary
4 of 13 Thai boys trapped in a flooded cave has been rescued on the Fifteenth day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X