For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিনি জাহাজ রুজভেল্টের ৩৬ জন নাবিক করোনা আক্রান্ত

Google Oneindia Bengali News

মার্কিন জাহাজ ইউএসএস থেডোর রুজভেল্টের ৩৬ জন নাবিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নৌবাহিনীর পক্ষ থেকে জানা গিয়েছে যে এই সংখ্যাটি বাড়তে পারে কারণ গোটা জাহাজের ৫ হাজার জন ক্রু সদস্যের কোভিড–১৯–এর পরীক্ষা করা হয়েছে। এই জাহাজটি এখন গুয়াম বন্দরে রয়েছে।

মার্কিনি জাহাজ রুজভেল্টের ৩৬ জন নাবিক করোনা আক্রান্ত

গুয়ামে পূর্ব নির্ধারিত সময়ের আগেই মার্কিন জাহাজটি পৌঁছে গিয়েছিল, কারণ এখানে কোভিড–১৯–এ আক্রান্তদের চিকিৎসার সুবিধাও রয়েছে এবং জাহাজের অন্য সদস্যদের নমুনা পরীক্ষা করাও এখানে অনেকটাই সহজ হয়েছিল। এর আগে মাঝ সমুদ্রেই এই জাহাজের তিনজন নাবিকের করোনা ধরা পড়েছিল। শুক্রবার ভোরেই এই জাহাজটি গুয়াম বন্দরে আসে। সেই সময় ২৫ জন ছিল মোট করোনা আক্রান্তের সংখ্যা। নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা চলাকালিনই কোভিড–১৯–এর পজিটিভ কেস ধরা পড়ে। কর্মকর্তারা বলেন, '‌আমরা এই বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখছি এবং কোথা থেকে এই সংক্রমণ হচ্ছে সে বিষয়ে কাজ শুরু করে দিয়েছি। পজিটিভ আক্রান্তদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যাতে জাহাজের অন্যানরা আক্রান্ত না হতে পারে।’‌

নৌবাহিনীর পক্ষ থেকে এও জানা গিয়েছে যে কোনও নাবিককে হাসপাতালে ভর্তি করা হয়নি বা তাঁরা গুরুতর অসুস্থ নয়। বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে নৌবাহিনীর সচিব থমাস মোডলি জানান যে, জাহাজে সংক্রমিত নাবিকদের সংখ্যা বাড়তে পারে এবং তা গোটা জাহাজের ক্রু সদস্যদের পরীক্ষার জন্য বাধ্য করবে। তবে নাবিকদের মধ্যে হালকা করোনার উপসর্গই দেখতে পাওয়া গিয়েছে।

দুই সপ্তাহ আগে জাহাজটি ভিয়েতনামের একটি বন্দরে নোঙর করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ভিয়েতনামে থাকাকালীন এই জাহাজে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। যদিও ভিয়েতনামে এখনও পর্যন্ত ১৬ জনের শরীরে করোনা পাওয়া গিয়েছে এবং তা বন্দর থেকে অনেকটাই দূরে উত্তর ভিয়েতনামে। জানা গিয়েছে পাঁচ ক্রু সদস্যদের মধ্যে ইতিমধ্যে ৮০০ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

English summary
36 sailors test positive for coronavirus, on US ship Roosevelt, Spread from Vietnam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X