For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামা রাও-ওয়াইএসআর বৈঠকে ফের ফেডেরাল-বার্তা, লোকসভার আগে জল্পনা

তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি কে টি রামা রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি তথা অন্ধ্রপ্রদেশের বিরোধী নেতা ওয়াইএস জগমোহন।

  • |
Google Oneindia Bengali News

তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি কে টি রামা রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি তথা অন্ধ্রপ্রদেশের বিরোধী নেতা ওয়াইএস জগমোহন। বুধবার তাঁদের মধ্যে ফেডারেল ফ্রন্ট নিয়ে বিশেষ আলোচনা হয়। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় দুই দল এক হয়ে লড়ার বার্তা দেন।

কেসিআর-পুত্রের সঙ্গে বৈঠক জগমোহনের, ‘দক্ষিণে’ ফেডেরাল বার্তা

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও তৃতীয় ফ্রন্ট তথা ফেডারেল ফ্রন্ট গড়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা নেন। তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ফেডারেল ফ্রন্ট গড়তে উৎসাহী কেসিআর।

কেসিআরের এই চিন্তা-ভাবনার দ্যোতক হিসেবেই কেটি রামা রাও ও জগমোহনের মধ্যে আলোচনা হয়। উভয়ে ভবিষ্যতে একসঙ্গে চলতে আগ্রহী বলেও জানান তাঁরা। উভয় দলই চায় অ-বিজেপি, অ-কংগ্রেসি জোট করে লড়াই করতে। এই ভাবনা থেকে উভয় দলের এটাই ছিল প্রথম সাক্ষাৎ।

তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি প্রধান কেসিআর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই ফেডারেল ফ্রন্ট গড়ার ব্যাপারে উৎসাহী। সেই আঙ্গিকে আসন্ন নির্বাচনগুলিতে দুই রাজ্যেই একসঙ্গে লড়াই করা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কেসিআরের বিরুদ্ধে লড়াই করেন। ফলে অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা জগমোহনের পথ পরিষ্কার হয়ে যায় কেসিআরের সঙ্গে জোটের ব্যাপারে।

এই মর্মে উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে ফেডেরাল ফ্রন্টপন্থী কেসিআর-জগমোহন-নবীন পট্টনায়কদের উপস্থিত থাকার কোনও সম্ভাবনা নেই। পরিস্থিতি যা, তাতে মমতার ব্রিগেড মহাজোটপন্থীই হয়ে উঠছে, ক্রমশই পলকা হচ্ছে ফেডেরাল ফ্রন্টের সম্ভাবনা।

English summary
YSR Congress head Jagmohan Reddy meets with TRS leader KT Rama Rao. Again Federal Front possibility floats in Indian politics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X