For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ অগাস্ট, ১৯৪৭-এ সংসদের অন্দরের অবস্থা কী ছিল! দেখুন ভিডিও

জওহরলাল নেহরু ভাষণ দেওয়ার আগেই সংসদের ভিসিটার্স গ্যালারি পরিপূর্ণ। সুচেতা কৃপালিনী বন্দেমাতরম দিয়ে শুরু করেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ নেহরুর আগেই ভাষণ দেন।

  • |
Google Oneindia Bengali News

জওহরলাল নেহরু ভাষণ দেওয়ার আগেই সংসদের ভিসিটার্স গ্যালারি পরিপূর্ণ। সুচেতা কৃপালিনী বন্দেমাতরম দিয়ে শুরু করেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ নেহরুর আগেই ভাষণ দেন। স্বাধীন ভারতে সাধারণ মানুষের কর্তৃব্য কী সেই সম্পর্কে মনে করিয়ে দেন রাজেন্দ্র প্রসাদ।

১৫ অগাস্ট, ১৯৪৭-এ সংসদের অন্দরের অবস্থা কী ছিল! দেখুন ভিডিও

মধ্যরাতের আগেই ভাষণ দেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের অনন্য কৃতিত্বগুলি তুলে ধরেন তিনি।

মধ্যরাতে হিন্দি ও ইংরেজিতে সদস্যদের অঙ্গীকার পাঠ করান রাজেন্দ্র প্রসাদ। এরপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ভারত শাসনের প্রস্তাব পাশ হয়। মাউন্টব্যাটেনকে প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়। স্বাধীনতা সংগ্রামী হংস মেহতা প্রেসিডেন্টের হাতে ভারতীয় পতাকা তুলে দেন। সুচেতা কৃপালিনীর সারে জাঁহাসে আচ্ছা এবং জনগণ মন দিয়ে মধ্যরাতের সেই অধিবেশন শেষ হয়।

English summary
What happened on 15th August, 1947 inside the parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X