For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা কেস বৃদ্ধির জের, নাসিকে কড়া নিষেধাজ্ঞা, থানের হটস্পট এলাকায় জারি লকডাউন

Google Oneindia Bengali News

একদিকে কেন্দ্রের মুখে মহামারি শেষ হয়ে যাওয়ার আশ্বাসবাণী, আর অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণের বৃদ্ধিতে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র। এ রাজ্যের নাসিকে করোনা ভাইরাসের কেস সোমবার ৬৭৫ থেকে বেড়ে ১,২৬,৫৭০–এ এসে পৌঁছেছে। করোনা কেস বৃদ্ধির প্রবণতা দেখে নাসিকের জেলা প্রশাসন বেশ কিছু নিষেধাজ্ঞা সহ সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করেছে, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। মঙ্গলবার থেকে শুরু হবে এই কড়া নিষেধাজ্ঞা।

নাসিকে কড়া নিষেধাজ্ঞা

নাসিকে কড়া নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পরিস্থিতি পর্যালোচনা করার পরই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে বিয়ের জন্য অনুমতি দেওয়া হবে। যে সব বিয়েগুলির অনুমতি আগেই নেওয়া হয়েছিল সেগুলি একমাত্র ১৫ মার্চ পর্যন্ত হবে, নতুন করে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।

বন্ধ রাখা হবে দোকান–পাট

বন্ধ রাখা হবে দোকান–পাট

সব দোকান ও প্রতিষ্ঠানসমূহ সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত বন্ধ রাখা হবে, একমাত্র জরুরি পরিষেবা ছাড়া। রাত ন'‌টার মধ্যে সব রেস্তোরাঁ বন্ধ করে দিতে হবে। যদিও হোম ডেলিভারিতে রাত ১১টা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।

নাসিক শহর, মালেগাঁও এবং কিছু গ্রামীণ এলাকায় স্কুল-কলেজ, কোচিং ক্লাস বন্ধ রাখা হবে। কারণ এই সব জায়গায় সংক্রমণ বেশি।

ধর্মীয় স্থান খোলার সময়

ধর্মীয় স্থান খোলার সময়

পারমিট রুমগুলি ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে কাজ করবে এবং রাত ৯টায় শাটার বন্ধ করে দিতে হবে। ধর্মীয় জায়গাগুলি সকাল সাতটা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকবে এবং শনি-রবিবার বন্ধ রাখা হবে। তবে পূর্ব নির্ধারিত ইউপিএসসি ও এমপিএসসি পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। নাসিকে করোনা কেস ৬৭৫ থেকে বেড়ে দাঁড়িয়ে হয়েছে ১,২৬,৫৭০টি সোমবার। ছ'‌জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে এবং সুস্থ হয়ে উঠেছেন ৩৮৯ জন।

থানের হটস্পট এলাকায় লকডাউন

থানের হটস্পট এলাকায় লকডাউন

নাসিকে সামগ্রিক করোনার হার ২,১৪০ এবং মোট ১,২০,২০৪ জন সুস্থ হয়ে উঠেছেন। সোমবার পর্যন্ত ২,১৮২ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নাসিকে এখনও পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫,৬১,৭৮৩টি। এরই মধ্যে থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে কোভিড-১৯ হটস্পট এলাকাতে মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন কার্যকর করেছে। থানেতে এখনও পর্যন্ত ১৬টি হটস্পট এলাকা চিহ্নিত হয়েছে। তবে মহারাষ্ট্র সরকারের মিশন বিগিন এগেইন-এর আওতায় হটস্পট এলাকার বাইরে সবকিছুই স্বাভাবিক থাকবে।

মহারাষ্ট্রের পরিস্থিতি

মহারাষ্ট্রের পরিস্থিতি

গত ২দিনে রাজ্যে মোট ১১ হাজারের বেশি করোনা কেস রিপোর্ট হওয়ার পর সোমবার মহারাষ্ট্রে কোভিড-১৯ কেস বৃদ্ধি পেয়ে হয়েছে ৮,৭৪৪টি। এছাড়াও এ রাজ্যে রবিবার নতুন করে ১১,১৪১টি করোনা কেস সনাক্ত হয়েছে, যার ফলে মোট করোনা কেসের সংখ্যা দাঁড়িয়েছে ২২,১৯,৭২৭-এ এবং ৩৮ জনের মৃত্যুর পর ওট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২,৪৭৮ জনের। শুক্র ও শনিবার রাজ্যে করোনা কেস রিপোর্ট হয়েছে যথাক্রমে ১০,২১৬ ও ১০,১৮৭টি।

English summary
Strict restriction and lockdown imposed in Nasik and Thane over corona cases spike in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X