For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি নেতারা বাংলো ছাড়লে গাঁজার 'ছিলিম' পাওয়া যাবে! দুটি জলের কল হাতে আর কী বললেন অখিলেশ

বুধবার দুটি জলের কল হাতে এসে সাংবাদিক সম্মেলন করে অখিলেশ যাদব বললেন, 'মিডিয়ার মারফত বিজেপিকে জলের কল দিতে এসেছি।'

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের অর্ডারে মুখ্যমন্ত্রীর বাংলো ছাড়তে হয়েছে অখিলেশ যাদবকে। আর তারপরই অভিযোগ ওঠে বাংলোটির প্রচুর ক্ষতি করেছেন তিনি। এমনকী নাকি জলের কলও খুলে নিয়ে গিয়েছেন। বুধবার দুটি জলের কল হাতে এসে সাংবাদিক সম্মেলন করে সপা প্রধান বললেন, 'মিডিয়ার মারফত বিজেপিকে জলের কল দিতে এসেছি।'

দুটি জলের কল হাতে কী বললেন অখিলেশ

অখিলেশ যাদবের এদিনের সাংবাদিক বৈঠক বহিরঙ্গে কৌতূকের ও অভিনব মনে হলেও ভেতরে ভেতরে অত্যন্ত রেগে ছিলেন সপা প্রধান। তাঁর প্রত্যেক কথায় তা ফুটে বেরিয়েছে। তিনি বলেন বাংলোয় যে ক্ষতির কথা বলা হচ্ছে তা মিথ্যে। তিনি সাফ জানান, বাংলোতে তাঁর নিজের জিম এবং স্টিলের কাঠামো ছিল। সেগুলিই তিনি খুলে নিয়ে গিয়েছেন। নতুন বাড়িতেও ব্যবহার করবেন বলে। তাঁর অভিযোগ, 'মিডিয়ার সাহায্য নিয়ে বিজেপি আমাকে বদনাম করতে চাইছে। আমি ফোটোগ্রাফিও জানি। ভাঙাচোরাকে বাড়িয়ে দেখাতে বিশেষ অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে।'

অখিলেশ বাংলো ছাড়ার পরই কিছু ছবি ও ভিডিয়ো দেখানো হয় মিডিয়ায়। সেখানে দেখা যায়, একটি সাইকেল ট্র্যাকের ক্ষতি হয়েছে। পাশাপাশি দেওয়াল থেকে এসি মেশিন খুলতে গিয়ে দেওয়ালেরও ক্ষতি হয়েছে। একটি ব্যাডমিন্টন কোর্টের চাতালেরও ক্ষতি হয়েছে। একরমও শোনা যায়, বাংলোটিতে একটি সুইমিং পুল ছিল, যেটি অখিলেশ বুজিয়ে দিয়েছেন। এখবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপালও।

এদিন বিজেপির পাশাপাশি রাজ্যপালকেও একহাত নেন অখিলেশ। তিনি বলেন, 'রাজ্যপাল ভাল মানুষ। কিন্তু ওঁর হৃদয়ে সংবিধান নেই, আরএসএস আছে।' সপা প্রধানের অভিযোগ, তিনি বাংলো ছাড়ার পর সরকারের দুই অফিসারকে দিয়ে বাংলোর ক্ষতি করিয়ে মিডিয়াকে ডেকে এনে দেখিয়েছে আদিত্যনাথের সরকার। তাঁর প্রশ্ন, 'কেন মিডিয়ার কাছে দেখানোর আগে সিএমের ওএসডি অভিষেক (কৌশিক) এবং আইএএস মৃত্যুঞ্জয় নারাইন আমার বাড়িতে গিয়েছিলেন?'

পরপর চার উপনির্বাচনে হেরে বিজেপি এখন তাঁকে বদনাম করার খেলায় মেতেছে বলে অভিযোগ করেন সপা প্রধান। সঙ্গে সতর্ক করে দেন, যে সরকারি অফিসারদের কাজে লাগিয়ে অখিলেশকে বদনাম করার চেষ্টা করেছেন, তাঁরাই হয়তো বিজেপি নেতারা বাংলো ছাড়ার পর, তাদের বাংলো থেকে গাঁজার 'ছিলিম' পাবেন।

English summary
On Wednesday, Akhilesh Yadav held a press conference with two taps in hand and said, 'I have come to the give taps to the BJP.'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X