For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বন্দে মাতরম' না গাইলেই দেশদ্রোহী নয়, বিতর্ক নিয়ে ড্যামেজ কন্ট্রোল নকভির

বন্দে মাতরম গাওয়া একেবারেই ব্যক্তিগত ইচ্ছা- অনিচ্ছার বিষয়। তার সঙ্গে জাতীয়তাবোধের কোনও সম্পর্ক নেই বলেই মন্তব্য করলেন মুক্তার আব্বাস নকভি।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

বন্দে মাতরম গাওয়ার সঙ্গে দেশাত্মবোধের কোনও সম্পর্ক নেই। সম্প্রতি সমাজবাদী পার্টির নেতা আবু আসিম আজমির করা বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই জানালেন সংসদ বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নকভি। বন্দে মাতরম কেউ না গাইলে তাকে দেশদ্রোহী বলা উচিত নয় বলেই জানিয়েছেন তিনি।

'বন্দে মাতরম' না গাইলেই দেশদ্রোহী নয়, বিতর্ক নিয়ে ড্যামেজ কন্ট্রোল নকভির

বন্দে মাতরম গাওয়া নিয়ে বিতর্ক চলছেই। গত সপ্তাহেই মাদ্রাজ হাইকোর্ট রায় দিয়েছে তামিলনাড়ুর সমস্ত সরকারি, বেসরকারি স্কুল ও অফিসে বন্দে মাতরম গাইতে হবে। অপরদিকে মহারাষ্ট্রেও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে কয়েকটি সংগঠন ও রাজনৈতিক দলও। সপা বিধায়ক আবু আসিম আজমি যেমন জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে দেশ ছাড়তে রাজি তিনি, কিন্তু বন্দে মাতরম গাইতে পারবেন না। এআইএমআইএম বিধায়ক ওয়ারিস পাঠানও জানিয়েছেন, মাথায় বন্দুক ঠেকালেও মুখ দিয়ে বন্দেমাতরম বেরবে না। এরপরই দুজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছে বিজেপি।

বিজেপি নতুন করে ফের দেশদ্রোহিতা প্রসঙ্গে কোনঠাসা হওয়ায়, রবিবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন সংসদ বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নকভি। তিনি পরিস্কার জানিয়ে দিলেন, বন্দে মাতরম গাওয়া বা না গাওয়ার সঙ্গে দেশপ্রেম বা দেশদ্রোহের কোনও সম্পর্ক নেই। এটা সম্পূর্ণই ব্যক্তিগত বিষয় বলে মনে করেন তিনি।

[আরও পড়ুন: এইরাজ্যে সমস্ত সরকারি, বেসরকারি স্কুল ও অফিসে বাধ্যতামূলক হল জাতীয় গান][আরও পড়ুন: এইরাজ্যে সমস্ত সরকারি, বেসরকারি স্কুল ও অফিসে বাধ্যতামূলক হল জাতীয় গান]

English summary
Parliamentary affairs minister Mukhtar Abbas Naqvi said that singing vande matram is a matter of personal choice, it has no link with nationalism.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X