For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Unemployment: দেশের কর্মসংস্থানের সংকট উদ্বেগজনক, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Unemployment: দেশের কর্মসংস্থানের সংকট উদ্বেগজনক, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Google Oneindia Bengali News

দেশবাসীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার। কিন্তু সেই প্রতিশ্রুতি যে বাস্তবে একেবারেই অসত্য তা পরিসংখ্যানই বলে দিচ্ছে কারণ দেশে তীব্র কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে। এবং সেটা যথেষ্ট উদ্বেগজনক। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির পরিসংখ্যান বলছে দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে ৮.৩০ শতাংশ হয়ে গিয়েছে। গত ১৬ মাসে যা রেকর্ড বলে জানা গিয়েছে। গ্রামীণ এলাকার থেকে শহরাঞ্চলে বেকারত্বের সংখ্যা বেশি।

মোদীর শাসনে বাড়ছে বেকরত্ব

মোদীর শাসনে বাড়ছে বেকরত্ব

কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের বেকারত্বের হার নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মোদী সরকারকে। প্রশ্ন তুলেছিলেন যে কর্মসংস্থান বা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি মোদী সরকার করেছিল তার কিছুই করেনি। উল্টে দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে গিয়েছে। করোনার কারণে হওয়া লকডাউনে সেই সংখ্যা আরও বেড়ে গিয়েছে। রাহুল গান্ধীর এই অভিযোগ যে নিছক অভিযোগ নয় সেটা প্রমাণ হয়ে গিয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির পরিসংখ্যানে। েদশে বেকরত্বের সংখ্যা গত ১৬ মাসে রেকর্ড জায়গায় পৌঁছে গিয়েছে। ৮.৩০ শতাংশ হয়ে গিয়েছে দেশে বেকারত্বের সংখ্যা।

বেকারত্বের শতাংশের হিসেবে শীর্ষে কোন রাজ্য

বেকারত্বের শতাংশের হিসেবে শীর্ষে কোন রাজ্য

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির পরিসংখ্যান যা বলছে তাতে শীর্ষে রয়েছে হরিয়ানা। হরিয়ানায় বেকারত্বের সংখ্যা ৩৭.৪ শতাংশ । তালিকায় তার পরেই রয়েছে রাজস্থান। সেখানে বেকারত্বের সংখ্যা ২৮.৫ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে বেকারত্বের হার ২০.৫ শতাংশ। আর যে রাজ্য সবচেয়ে কম বেকারত্বের সংখ্যা সেই তালিকার শীর্ষে রয়েছে বিজেপি শাসিত কর্নাটক। সেখানে বেকারত্বের হার ২.৫ শতাংশ। তবে গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে বেকারত্বের সংখ্যা সবচেয়ে বেশি।

লকডাউনে বেড়েছে বেকারত্ব

লকডাউনে বেড়েছে বেকারত্ব

করোনার কারণে প্রায় দেড়মাস লকডাউনে থেকেছে ভারত। তার জেরে বহু মানুষের কাজ গিয়েছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা বেশি কাজ হারিয়েছে। ২০১৬ সালের তুলনায় ২০২০ সালে বেকারত্বের সংখ্যা বেড়েছিল। সেই সংখ্যা ২০২১ সালে ভয়ঙ্কর আকার নিেয়ছে বলে পরিসংখ্যানে প্রকাশ্যে এসেছে। প্রায় ১ কোটি মানুষ কাজ হারিয়েছেন করোনার লকডাউনের কারণে। করোনা মহামারী কেটে গেলেও তেমন ভাবে কর্মসংস্থান তৈরি হয়নি দেশে।

নতুন সংকটের মুখে ভারত

নতুন সংকটের মুখে ভারত

বেকারত্বের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে নতুন সংকট তৈরি হতে চলেছে দেশে। এতে রাজনৈতিক দিক দিয়েও চাপ বাড়বে মোদী সরকারের। কারণ সামনেই ২০২৪-র লোকসভা নির্বাচন। তার আগে যদি বেকারত্বের সংখ্যা কমাতে না পারে মোদী সরকার তাহলে একেই মূল ইস্যু করে ময়দানে নামবে বিরোধীরা। তাতে প্রভাব পড়বে ভোট বাক্সে এমনই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু তাতে কি আসল সমস্যা মিটবে। যে বিপুল সংখ্যক মানুষ কাজ পাচ্ছেন না তাঁরা কী কাজ পাবেন?

লোকসভা নির্বাচনের আগেই খুলে যাবে রামমন্দিরের দরজা! বড় ঘোষণা অমিত শাহের লোকসভা নির্বাচনের আগেই খুলে যাবে রামমন্দিরের দরজা! বড় ঘোষণা অমিত শাহের

English summary
India's Unemployment rate is very bad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X