For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় জয় মোদী সরকারের, রাজ্যসভায় অবশেষে পাশ তাৎক্ষণিক তিন তালাক বিল

লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হল তাৎক্ষণিক তিন তালাক বিল। এদিন সংসদের উচ্চকক্ষের এই নিয়ে ভোটাভুটিতে সরকারপক্ষ জিতে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হল তাৎক্ষণিক তিন তালাক বিল। এদিন সংসদের উচ্চকক্ষের এই নিয়ে ভোটাভুটিতে সরকারপক্ষ জিতে গিয়েছে। সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। তিনি জানান এটি একটি ঐতিহাসিক বিল। মুসলমান মহিলাদের অধিকারের কথা বলা হয়েছে এই বিলে।

রাজ্যসভায় অবশেষে পাশ তাৎক্ষণিক তিন তালাক বিল

যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি এর বিরুদ্ধে ফের একবার রুখে দাঁড়ায় সংসদে। মুসলমান পুরুষদের মৌলিক অধিকারকে এই বিল ভঙ্গ করবে এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই বিল আনা হয়েছে। এরকম নানা দাবি বিরোধীরা আগেই তুলেছিল। এদিনও বিলের বিরোধিতায় কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সুর চড়ায়।

এই নিয়ে আলোচনার পরে সন্ধ্যায় প্রথমে বিলটিকে ফের একবার সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য আহ্বান জানান বিরোধীরা। তবে তা নিয়ে ভোটাভুটিতে জিতে যায় সরকার পক্ষ। সিলেক্ট কমিটিতে পাঠানো হোক এই দাবির প্রেক্ষিতে ভোট পড়েছিল ৮৪টি। এবং সরকারের পক্ষে ভোট পড়ে ১০০টি। যার ফলে বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো যায়নি।

এরপরই মোটামুটি পরিষ্কার হয়ে যায় এদিন রাজ্যসভায় বিলটি পাশ হতে চলেছে। প্রায় বছর দুয়েক ধরে তাৎক্ষণিক তিন তালাক বিল নিয়ে রাজ্যসভায় বারবারই নরেন্দ্র মোদী সরকার হোঁচট খেয়েছে। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় এতদিন বিরোধীদের অবস্থান অনেক মজবুত ছিল। তবে পরপর বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে জিতে রাজ্যসভায় নিজেদের অবস্থান বিজেপি তথা এনডিএ শরিক দলগুলো মজবুত করে নিয়েছে।

এই অবস্থায় এদিন তিন তালাক বিল নিয়ে ভোটাভুটিতে জিতেছে সরকারপক্ষ। বিপক্ষে ভোট পড়েছে ৮৪টি। পক্ষে ভোট পড়েছে ৯৯টি। রাজ্যসভায় বিল পাশের পর এবার আইন হওয়ার পথে এগোচ্ছে। রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় থাকল বিলটি। রাষ্ট্রপতি অনুমোদন দিলে এই বিলটি আইনে পরিণত হবে। সেক্ষেত্রে স্ত্রীকে তাৎক্ষণিক তালাক দেওয়া মুসলমান পুরুষদের বিরুদ্ধে অভিযোগ উঠলে এবং তা প্রমাণিত হলে কারাবাসের শাস্তির বিধান রয়েছে। যা কার্যকর হবে।

প্রসঙ্গত এর আগে লোকসভায় বিলটি গত সপ্তাহে পাশ হয়ে যায়। রাজ্যসভার ভোটের জন্য আটকে ছিল। এর আগেও কেন্দ্র সরকার লোকসভায় বিলটি পাশ করাতে পারলেও রাজ্যসভায় তা পারেনি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেটাও করে দেখাল মোদী সরকার।

English summary
Triple Talaq Bill passed in Rajya Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X