For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশোক স্তম্ভে বিকৃতির অভিযোগ! জাতীয় প্রতীকের অবমাননা নিয়ে মোদী সরকারকে আক্রমণ তৃণমূলের

সোমবার নতুন (new) সংসদ ভবনের (Parliament Building) ওপরে জাতীয় প্রতীক (National emblem) উন্মোচন করার পর থেকে বিতর্কে মোদী (Narendra Modi) সরকার। একদিকে যখন বিরোধীদের একাংশ মোদীর এই উদ্বোধনকে সংবিধানের লঙ্ঘন বলে অ

  • |
Google Oneindia Bengali News

সোমবার নতুন (new) সংসদ ভবনের (Parliament Building) ওপরে জাতীয় প্রতীক (National emblem) উন্মোচন করার পর থেকে বিতর্কে মোদী (Narendra Modi) সরকার। একদিকে যখন বিরোধীদের একাংশ মোদীর এই উদ্বোধনকে সংবিধানের লঙ্ঘন বলে অভিযুক্ত করছেন, ঠিক সেই সময় তৃণমূলের (Trinamool Congress) তরফে জাতীয় প্রতীকে বিকৃতির অভিযোগ তোলা হয়েছে। বিজেপি (BJP) পাল্টা বলেছে, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

টুইটে নিশানা জহর সরকারের

রাজ্যসভার তৃণমূল সাংসদ জহর সরকার টুইট করে বলেছেন, নতুন সংসদ ভবনে অশোক স্তম্ভ নিয়ে যা করা হয়েছে. তা জাতীয় প্রতীকের অপমান। এব্যাপারে তিনি টুইটের বাঁদিকে দেওয়া অশোক স্তম্ভকে অরিজিনাল বলে দাবি করেছেন। আর ডান দিকে দেওয়া অশোক স্তম্ভটি নতুন সংসদ ভবনের ওপরের।
যাকে তিনি মোদীর সংস্করণ বলে কটাক্ষ করেছেন। এই অশোক স্তম্ভকে তিনি অসামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেছেন। অবিলম্বে এটির পরিবর্তনের দাবি তুলেছেন রাজ্যসভার তৃণমূলের এই সাংসদ।

এর আগে জহর সরকার বলেছিলেন, সাংসদরা যে ভবনে যাবেন, তা নিয়ে তাদের সঙ্গে কোনও রকমের পরামর্শই করা হয়নি। এছাড়াও তিনি অভিযোগ করেছেন, মোদী এবার সাধারণ আর্কিটেক্টকে দিয়ে অত্যধিক খরচে
ডিজাইন করানোর কথা বলবেন।

টুইট মহুয়া মৈত্ররও

তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্রেও অশোক স্তম্ভ দুটির পাশাপাশি ছবি দিয়ে টুইট করেছেন। সেখানে তিনি সংসদ ভবনের ওপরে থাকা অশোক স্তম্ভ আর পুরনো ভাস্কর্যের তুলনা করেছেন।

সোমবার অশোক স্তম্ভের কাস্ট উন্মোচন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নতুন সংসদ ভবনের ওপরে জাতীয় প্রতীকের একটি কাস্টের উন্মোচন করেন এবং পুজোয় অংশ নেন। পাশাপাশি তিনি নতুন সংসদ ভবনের কাজে জড়িত কর্মীদের সঙ্গেও মত বিনিময় করেন।
তারপর থেকেই অবশ্য বিরোধী দলগুলি সরকারকে নিশানা করেছে। কংগ্রেস, সিপিআইএম, এআইএমআইএম সমালোচনা করে বলেছে, প্রধানমন্ত্রী সংবিধান লঙ্ঘন করেছেন। পাল্টা বিজেপির তরফে বিরোধীদের সমালোচনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তকমা দেওয়া হয়েছে।

 একনজরে নতুন সংসদ ভবনের ওপরে জাতীয় প্রতীকের কাস্ট

একনজরে নতুন সংসদ ভবনের ওপরে জাতীয় প্রতীকের কাস্ট

পিএমও-র তরফে বলা হয়েছে, নতুন সংসদ ভবনের ওপরে থাকা জাতীয় প্রতীকটি উচ্চতায় ৬.৫ মিটার। যা ৯৫০০ কেজি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে। এটিকে রাখার জন্য ৬৫০ কেটি ওজনের ইস্পাতের একটি সহায়ক কাঠামোওতৈরি করা হয়েছে।

পিএমও-র তরফে আরও বলা হয়েছে, নতুন সংসদ ভবনের ওপরে থাকা জাতীয় প্রতীক তৈরির আগে তার স্কেচ, ক্লে মডেলিং এবং কম্পিউটার গ্রাফিক্স, ব্রোঞ্জ ঢালাই, পলিশিং, সব মিলিয়ে আটটি বিভিন্ন ঝাপ অতিক্রম করার পরেই প্রধানমন্ত্রী তার উন্মোচন করেছেন।

চমকে-ধমকে-কালিমালিপ্ত কিচ্ছু করতে পারবেন না! ভাইপোকে জেলে যেতেই হবে, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুরচমকে-ধমকে-কালিমালিপ্ত কিচ্ছু করতে পারবেন না! ভাইপোকে জেলে যেতেই হবে, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

English summary
TMC targets Modi Govt over alleged distortion of National emblem at New Parliament building
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X