For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিলুপ্ত চিতাদের মতো দেশের সংবিধানের সুরক্ষা করবেন, জন্মদিনে প্রধানমন্ত্রীকে খোঁচা মহুয়া মৈত্রের

জন্মদিনে মোদীকে শুভেচ্ছা জানিয়ে মহুয়া মৈত্র বলেন, আশা করছি দেশের সংবিধানের খেয়াল বিলুপ্ত চিতাদের মতো রাখবেন

Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়া হোক বা সাংবাদিক সম্মেলন, বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করার একটা সুযোগও ছাড়েন না তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। বাদ গেল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। শনিবার তৃণমূলের সাংসদ সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি মোদীকে কটাক্ষও করেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে কী বললেন মহুয়া মৈত্র

প্রধানমন্ত্রীর জন্মদিনে কী বললেন মহুয়া মৈত্র

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিন ছিল। দেশ বিদেশ থেকে শুভেচ্ছা বার্তায় ভরেছে প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আন্তর্জাতিক নেতাদের পাশাপাশি দেশের রাজনীতিবিদরা শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পিছিয়ে নেই সেলিব্রেটিরাও। বিনোদন জগতের নক্ষত্ররাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইট করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লেখেন, 'আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। আশা করছি, তিনি আমাদের সংবিধানের দিকে আমাদের নিরাপত্তার দিকে সেভাবে নজর দেবেন, যেভাবে বিলুপ্ত চিতাদের ওপর নজর দিচ্ছেন।'

নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিন

নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিন

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর গুজরাতের মেহসনা জেলায় জন্মগ্রহণ করেন। ইতিমধ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সব বহু রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে দেশের অগ্রগতিতে নরেন্দ্র মোদী নেতৃত্ব দেবেন বলে আশা করেন। রাজনাথ সিং বলেন, ভারতের রাজনীতিতে নতুন মাত্রা এনে দিয়েছেন নরেন্দ্র মোদী।

৭০ বছর পর চিতার আগমন

৭০ বছর পর চিতার আগমন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ৮টি চিতার শাবক মুক্ত করেন নরেন্দ্র মোদী। ১৯৫২ সালে ভারত আনুষ্ঠানিকভাবে দেশ থেকে চিতা অবলুপ্তির ঘোষণা করে। ২০০৯ সাল থেকে বিদেশ থেকে চিতা ভারতে আনার পরিকল্পনা নেওয়া হয়। ২০২১ সালে বিদেশ থেকে চিতা ভারতে আনার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। কিন্তু করোনা মহামারী ও অন্যান্য কারণে সেই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়। শনিবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মোট আটটি চিতা ছাড়া হয়েছে। তারমধ্যে পাঁচটি মহিলা ও তিনটি পুরুষ।

প্রধানমন্ত্রীর বক্তব্য

প্রধানমন্ত্রীর বক্তব্য

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ইকোনমির সঙ্গে ইকোলজির কোনও বিরোধ নেই। এই বার্তা যে নিছক কথার কথা নয়, বাস্তবে এর উপযোগিতা রয়েছে, তা বিশ্বের কাছে ভারত প্রমাণ করে দিয়েছে। ভারতে বনাঞ্চলের বিস্তার দ্রুত গতিতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, ২০১৪ সালে এনডিএ সরকার গঠনের পর ২৫০টি বনাঞ্চলকে নতুন করে যুক্ত করা হয়েছে। ভারত অর্থনীতির দিক থেকে যেমন এগিয়ে চলেছে। তেমনি বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় রেখে বন্যপ্রাণের বাঁচার অনুকূল পরিবেশ গড়ে তুলতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে।

English summary
TMC MP Mahua Maitra Wishes PM Modia on his birthday and said to guard constitutional protection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X