For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কীভাবে নিজের ফোনে ডাউনলোড করবেন 'ভীম' অ্যাপ!

বর্তমানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তৈরি ভীম অ্যাপটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই উপলব্ধ।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর : নতুন বছরের আগেই শুক্রবার নতুন ভীম মোবাইল অ্যাপের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অ্যাপের মূল লক্ষ্যই হল দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন। বর্তমানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তৈরি এই অ্যাপটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই উপলব্ধ। [আপনার বুড়ো আঙুলই আপনার ব্যাঙ্ক, নয়া 'ভীম' ই-ওয়ালেট অ্যাপ প্রকাশ করে বললেন মোদী]

এই অ্যাপটি ক্যাশলেস লেনদেনকে মাথায় রেখে বানানো হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যে কেউ লেনদেন করতে পারেন শুধু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট UPI এর ৩২টি ব্যাঙ্কের ন্যূনতম একটিতে থাকতে হবে। এই অ্যাপের মাধ্যমে আপনি এমন কাউকেও টাকা ট্রান্সফার করতে পারবেন যার ফোনে এই অ্যাপটি নেই এমনকী যে ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট রয়েছে তা UPI-এর তালিকাভুক্ত নয়।

কীভাবে নিজের ফোনে ডাউনলোড করবেন 'ভীম' অ্যাপ!

অ্যাপটি বর্তমানে অ্যান্ড্রয়েড iOS ফোনে ইংরাজি ও হিন্দি ভাষায় উপলব্ধ।

তবে সমস্যার বিষয় হল, মোদীর ভীম অ্যাপ ঘোষণার পর থেকে বহু মানুষ গুগল প্লে থেকে এই অ্যাপটি খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু অসফল হয়েছেন। আসলে একই নামের প্রচুর অ্যাপ বাজারে রয়েছে। সদ্য মোদীর ভীম অ্যাপ মুক্তি পাওয়ায় তা এখনও সার্চ রেজাল্টে আসে নি। ফলে এই সমস্যা।

গুগল প্লে থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

English summary
This is how to download the BHIM app on your phone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X