For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী ভাল না খারাপে বিতর্ক! 'বিপথে' একের পর এক কংগ্রেস নেতা

মোদী ভাল না খারাপ, তা নিয়ে কংগ্রেসে বিরোধ এক অন্য রূপ নিয়েছে। একের পর এক নেতা মোদীর কাজ নিয়ে দলের বিরূপ মত প্রকাশ করছেন। কেউ বলছেন মোদীরসব কাজ খারাপ, সেটা দলের কার্যকরী পদক্ষেপ ছিল না।

  • |
Google Oneindia Bengali News

মোদী ভাল না খারাপ, তা নিয়ে কংগ্রেসে বিরোধ এক অন্য রূপ নিয়েছে। একের পর এক নেতা মোদীর কাজ নিয়ে দলের বিরূপ মত প্রকাশ করছেন। কেউ বলছেন মোদীর সব কাজ খারাপ, সেটা দলের কার্যকরী পদক্ষেপ ছিল না। আবার অপর কেউ বলছেন, মোদীর ভাল কাজের প্রশংসা করা উচিত। কংগ্রেসের একটা বড় অংশ অবশ্য এইসব নেতা মোদী সমর্থক হিসেবে অভিযুক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

 মোদীকে নিয়ে জয়রাম রমেশ

মোদীকে নিয়ে জয়রাম রমেশ

তাত্মিক নেতা তথা রাজ্যসভায় কংগ্রেস সদস্য জয়রাম রমেশ বলেছিলেন নরেন্দ্র মোদীকে সবসময় খারাপ বলাটা দলের কার্যকরী পদক্ষেপ ছিল না। প্রসঙ্গত জয়রাম রমেশ ইউপিএ জমানায় দলে এবং সরকারের পরিকল্পনা রূপায়নে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

মোদীকে নিয়ে শশী থারুর

মোদীকে নিয়ে শশী থারুর

মোদীকে নিয়ে নিজের মত প্রকাশ করে বিতর্ক জড়িয়েছেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরও। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর ভাল কাজের প্রশংসা করা উচিত।
এরপরেই অবশ্য কেরল কংগ্রেসের প্রধান শশী থারুরের কাছ থেকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেছেন, এই বক্তব্যের জেরে কেরলের কংগ্রেস কর্মীরা হতাশাগ্রস্ত
হয়ে পড়ছেন। পাশাপাশি তারা বিক্ষোভেও সামিল হয়েছেন।

'অভিযুক্ত' নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

'অভিযুক্ত' নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

কংগ্রেস নেতৃত্বের কাছে মোদীর প্রশংসায় অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেছেন বীরপ্পা মইলি। তাঁর মন্তব্য, রমেশের বক্তব্য ছিল খুব খারাপ। পাশাপাশি বিজেপির সঙ্গে জয়রাম রমেশের আপসেরও
অভিযোগ করেছেন তিনি। এই ধরনের নেতারা দলের কোনও কাজে আসছেন না বলেও কটাক্ষ করেছেন বীরপ্পা মইলে। অন্যদিকে, শশী থারুর সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া তিনি পরিণত রাজনীতিবিদ নন।

English summary
There is controversy among congress over Modi good or bad.Previously Jairam Ramesh told “demonising” Narendra Modi all the time “was not an effective strategy”. This statement is critised bycongress veteran Veerappa Moily.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X