For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CDS রাওয়াত সহ বাকিদের মরদেহ নিতে দিল্লি বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

CDS রাওয়াত সহ বাকিদের মরদেহ নিতে দিল্লি বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত এবং অন্যদের মরদেহ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বুধবার তামিলনাড়ুর কন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন ১১ জন সেনা আধিকারিক, সিডিএস বিপিন রাওয়াত এবং সিডিএস প্রধানের স্ত্রী৷ এদিন তাঁদের মরদেহ তামিলনাড়ু থেকে দিল্লিতে আনা হবে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং NSA অজিত ডোভালও উপস্থিত থাকবেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নিহতদের পুষ্পস্তবক অর্পণ করেন!

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নিহতদের পুষ্পস্তবক অর্পণ করেন!

বৃহস্পতিবার সকালে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন এবং সামরিক কর্মীরা কুন্নুরে নিহতদের পুষ্পস্তবক অর্পণ করেছেন। দুর্ঘটনায় নিহতদের মরদেহ বৃহস্পতিবার তিরঙ্গায় মোড়ানো ক্যাসকেটে, নীলগিরি জেলার মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার থেকে সজ্জিত সেনা ট্রাকে সুলুর এয়ারবেসের উদ্দেশ্যে রওনা হয়। সুলুর বিমানঘাঁটি থেকে, মরদেহকে বিমানযোগে দিল্লিতে নিয়ে যাওয়া হবে৷ দিল্লিতে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদকে জানিয়েছেন যে ভারতের প্রথম সিডিএসের শেষকৃত্য সম্পূর্ণ সামরিক সম্মানের সাথে করা হবে৷ দুর্ঘটনায় নিহত অন্যান্য কর্মীদের শেষকৃত্যও যথাযথ সামরিক সম্মানের সাথে পরিচালিত হবে, তিনি বলেছিলেন।

সিডিএসের হেলিকপ্টার দুর্ঘটনার পর উঠছে প্রশ্ন!

সিডিএসের হেলিকপ্টার দুর্ঘটনার পর উঠছে প্রশ্ন!

সিডিএস-এর হেলিকপ্টার দুর্ঘটনার পর নানা রকমের প্রশ্ন উঠছে কপ্টারটি নিয়ে। ভারতীয় সেনা তথা বিশ্বের অন্যতম আধুনিক হেলিকপ্টার এমআই-১৭ভি-৫ হেলিকপ্টারে যাত্রা করছিলেন বিপিন রাওয়াত। সাধারণত রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীদের মতো VVIP দের পরিবহনে ব্যবহৃত হয় এই চপার! রাশিয়ার তৈরি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টারটিতে বিশ্বের অন্যতম আধুনিক সেনা হেলিকপ্টার হিসেবে পরিচিত। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পরিবহনের জন্যও এই হেলিকপ্টার ব্যবহৃত হয়৷ ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে ভারতীয় সেনা এই হেলিকপ্টার রাশিয়ার কাছ থেকে কিনেছিল ভারত

দুর্ঘটনার পর বিস্ফোরক স্বামী সুব্রহ্মণ্যম!

দুর্ঘটনার পর বিস্ফোরক স্বামী সুব্রহ্মণ্যম!

অন্যদিকে দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি সাংসদ স্বামী সুব্রহ্মণ্যম
বলেন, ' এই ঘটনা নিশ্চিতরূপে ভারতের জন্য বড় ধাক্কা। ভারতীয় সেনার উচ্চ পদে খুব কম মানুষই আছেন, যাঁরা সরকারকে ভয় পাননা৷ বিপিন রাওয়াত তেমনই একজন আধিকারিক। তিনি বরাবর বলে চলেছিলেন চিন আমাদের জন্য বড়সড় সমস্যা, চিন ক্রমাগত ভারতের দিকে ঢুকে আসছে।'

স্বামী আরও যা বললেন!

স্বামী আরও যা বললেন!

স্বামী আরও বলেন, 'এই যে তামিলনাড়ুর পরিস্কার আকাশে তাঁর হেলিকপ্টারে আগুন ধরল, এটা সাইবার যুদ্ধও হতে পারে৷ এমনও হতে পারে যে কোনও লেজার ব্যবহার করা হয়েছে'।ভারতের অখণ্ডতা রক্ষার বার্তা দিতেও শোনা যায় স্বামীকে। তিনি বলেন, 'এখন গোটাদেশকে একত্রিত হতে হবে। যে সমস্ত শক্তি ভারতের অখণ্ডতা ধ্বংস করতে চাইছে, তাদের বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷'

English summary
PM Modi, Defence Minister Rajnath Singh, NSA Ajit Doval will be present at the Delhi airport to collect the bodies of CDS Rawat and others Army officials
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X