For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুমকি যখন বিশ্বব্যাপী হয়, তার উত্তর স্থানীয় স্তরে হয় না, ইন্টারপোলের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী

ইন্টারপোলের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেন

Google Oneindia Bengali News

হুমকি যখন বিশ্বব্যাপী হয়, তার উত্তর স্থানীয়ভাবে দেওয়া যায় না। মঙ্গলবার দিল্লির প্রগতি ময়দানে ৯০ তম ইন্টারপোলের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্টারপোলের এই সাধারণ অধিবেশনে ১৯৫টি দেশের মন্ত্রী, জাতীয় কেন্দ্রীয় ব্যুরো প্রধান, প্রবীণ পুলিশ আধিকারিকরা প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন। ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই অধিবেশন চলবে।

কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মঙ্গলবার বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২০২২ সালে ভারত স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপযাপন করছে। এটা দেশের সংস্কৃতি ও সাফল্যের উদযাপনের বয়স। ২০২৩ সালে ইন্টারপোল স্থাপনের শতবর্ষ। একটা ঐতিহাসিক মুহূর্তের দোরগড়ায় দাঁড়িয়ে রয়েছে ইন্টারপোল। বিশ্বে একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতে প্রতিটি দেশের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন। পাশাপাশি তিনি জানান, ভারত রাষ্ট্রসংঘের শান্তরক্ষা কার্যক্রমে প্রধান অবদানকারী হয়ে উঠছেন।

স্মারক ডাক টিকিট প্রকাশ

স্মারক ডাক টিকিট প্রকাশ

ইন্টারপোলের সাধারণ পরিষদের ৯০ তম অধিবেশনকে স্মরণে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র ১০০টাকার স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। তিনি স্মারক মুদ্রাও প্রকাশ করেন। এরপরেই বক্তব্যে প্রধানমন্ত্রী বলে হুমকি যখন বিশ্বব্যাপী হয়, স্থানীয় স্তরে উত্তর দিতে হয় না। তিনি বলেন, বিশ্বকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে ভারত অনেক ত্যাগ স্বীকার করেছে। ভারতীয় পুলিশ বাহিনী ৯০০টিরও বেশি জাতীয় ও ১০,০০০ বেশি রাষ্ট্রীয় আইন প্রয়োগ করে বলে তিনি জানিয়েছেন।

বিভিন্ন দেশের মধ্যে আইনি পার্থক্য

বিভিন্ন দেশের মধ্যে আইনি পার্থক্য

এক বছর পরেই ইন্টারপোলের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হবে। গত ৯৯ বছর ধরে ইন্টারপোল বিশ্বের ১৯৫টি দেশকে যুক্ত করেছে। এই ১৯৫টি দেশের মধ্যে আইনের পরিকাঠামোর অনেক পার্থক্য রয়েছে। তারপরেও প্রতিটি দেশ আইনিভাবে একে অপরকে সাহায্য করছে। পাশাপাশি বৈচিত্র ও গণতন্ত্র একদিকে যেমন যে কোনও দেশকে উন্নত করে, তেমনি একটি সুস্থ পরিবেশ গড়ে তোলে।

ইন্টারপোলের সাধারণ পরিষদ

ইন্টারপোলের সাধারণ পরিষদ

সাধারণ পরিষদ হল ইন্টারপোলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ইন্টারপোলের কার্যকারিতা, কাজের পদ্ধতি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে বছরে একবার অধিবেশন করে। ২৫ বছর পর ইন্টারপোলের সাধারণ পরিষদের অনুষ্ঠান ভারতে হল। এর আগে ১৯৯৭ সালে হয়েছিল। ২০২২ সালে ইন্টারপালোরে সাধারণ পরিষদের প্রস্তাব ভারত থেকে যায়। সংখ্যাগরিষ্ঠ দেশ এই প্রস্তাবকে সমর্থন করে। ইন্টারপোলের সাধারণ পরিষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইন্টারপোলের সভাপতি আহমেদ নাসেরআল রাইসি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সেক্রেটারি জেনারেল জার্গেন স্টক পাশাপাশি সিবিআই ডিরেক্টর উপস্থিত থাকার কথা রয়েছে।

ফের কেষ্টকে নিয়ে তৎপরতা সিবিআইয়ের, এবার টার্গেটে অনুব্রতর দিদির বাড়িফের কেষ্টকে নিয়ে তৎপরতা সিবিআইয়ের, এবার টার্গেটে অনুব্রতর দিদির বাড়ি

English summary
When threat are global response can’t be local PM Modia at General Assembly of Interpol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X