For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭২০/৭২০, নিট পরীক্ষায় ইতিহাস সৃষ্টি ওড়িশার শোয়েব আফতাবের

Google Oneindia Bengali News

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বা নিট-এর ফলপ্রকাশের আগেই সাইট বিভ্রাট সৃষ্টি হয়েছিল। তবে সাইট ঠিক হতেই ওড়িশার শোয়েব আফতাবের ইতিহাস সৃষ্টির কথা জানল গোটা দেশ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আজ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স (নিট) পরীক্ষার ফলাফল প্রকাশ করে।

করোনা আবহে নিট পরীক্ষা

করোনা আবহে নিট পরীক্ষা

করোনা আবহে নিট পরীক্ষা নিয়ে কম জলঘোলা হয়নি। শীর্ষ আদালতে একাধিক মামলা হয় পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য। বিরোধীদের আপত্তি সত্ত্বেও অবশ্য কেন্দ্রের নির্দেশে অনুষ্ঠিত হয় পরীক্ষা। সেই পরীক্ষাতেই ৭২০তে ৭২০ পেয়ে প্রথম স্থান অধিকার করে ইতিহাস সৃষ্টি করল ওড়িশার ছাত্র শোয়েব আফতাব।

কোটা থেকে পড়াশোনা করেছেন শোয়েব

কোটা থেকে পড়াশোনা করেছেন শোয়েব

এদিন পরীক্ষার ফল প্রকাশ হতেই ক্রমতালিকার শীর্ষে দেখা যায় শোয়েব আফতাবের নাম। ১৮ বছরের শোয়েব ওড়িশার রাউরকেলার বাসিন্দা। উল্লেখ্য এদিন ওড়িশা থেকে নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা প্রথম ছাত্র হয়ে যান শোয়েব। অবশ্য পড়াশোনার জন্য ভারতের অধিকাংশ ছাত্রের মতো রাজস্থানের কোটা থেকেই পড়াশোনা করেছেন শোয়েব।

ফুল মার্কস পাওয়া নিয়ে শোয়েবের আত্মবিশ্বাস

ফুল মার্কস পাওয়া নিয়ে শোয়েবের আত্মবিশ্বাস

জানা গিয়েছে, তিনদিন আগে এনটিএ-র তরফে প্রশ্নের জবাবের 'কি' প্রকাশ করা হলেই শোয়েব তা দেখে নিজের স্বজন এবং বন্ধুদের জানান যে তিনি ৭২০-র মধ্যে ৭২০ মার্কসই পেতে চলেছেন। এবং এদিন পরীক্ষার ফল প্রকাশ হতেই তাঁর সেই দাবি সত্যি বলে প্রমাণিত হয়।

<strong>উচ্চবর্ণ-ফর্মুলাতেই বিহারে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি, তেজস্বীর রণে ভঙ্গ দিতে পরিকল্পনায় যাবদরাও</strong>উচ্চবর্ণ-ফর্মুলাতেই বিহারে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি, তেজস্বীর রণে ভঙ্গ দিতে পরিকল্পনায় যাবদরাও

English summary
The NEET exam result 2020 released and Odisha's Shoyeb Aftab has topped the exam with full marks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X