For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেক ইন ইন্ডিয়ার হাত শক্ত করতে ২০০ কোটি টাকা পর্যন্ত গ্লোবাল টেন্ডার বাতিলের পথে কেন্দ্র

মেক ইন ইন্ডিয়ার হাত শক্ত করতে ২০০ কোটি টাকা পর্যন্ত গ্লোবাল টেন্ডার বাতিলের পথে কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

করোনা সঙ্কটের আবহে ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধিকে তরান্বিত করতে ও আত্মনির্ভর ভারত গড়তে গতকালই ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করে কেন্দ্র সরকার। এরপরেই কোন খাতে কত বরাদ্দ করা হল তা বুধবার প্রথম দফায় জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

২০০ কোটি পর্যন্ত গ্লোবাল টেন্ডার বাতিলের সিদ্ধান্ত

২০০ কোটি পর্যন্ত গ্লোবাল টেন্ডার বাতিলের সিদ্ধান্ত

এদিনই আর্থিক প্যাকেজের বিষয়ে আলোচনা করার সময় তিনি বলেন এখন থেকে সরকারি কাজে ২০০ কোটি টাকা পর্যন্ত গ্লোবাল টেন্ডারের অনুমতি দেওয়া হবে না। বদলে মেক ইন ইন্ডিয়াকে আরও উত্সাহ দেওয়া হবে। পাশাপাশি ১ কোটির বিনিয়োগ ও ৫ কোটি টাকা পর্যন্ত ব্যবসা করা এমএসএমইকে মাইক্রো, ১০ কোটির বিনিয়োগ ও ৫০ কোটি টাকার ব্যবসা করাকে মাঝারি ও ২০ কোটির বিনিয়োগ ১০০ কোটি পর্যন্ত লেনদেন করা সংস্থাকে আগের নিয়মেই সরকারি সুযোগ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১০০ কোটি টাকা পর্যন্ত লেনদেনে সুদ ছাড়া ঋণের ঘোষণা

১০০ কোটি টাকা পর্যন্ত লেনদেনে সুদ ছাড়া ঋণের ঘোষণা

পাশাপাশি এই তিন ধরণের সংস্থার জন্যই জামানত-মুক্ত স্বয়ংক্রিয় ঋণ প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে। ছোট ও মাঝারি শিল্পের জন্য যে ঋণ দেওয়া হবে তাতে কোনো গ্যারান্টি লাগবেনা। ১০০ কোটি টাকা পর্যন্ত যারা লেনদেন করেন তারা এক বছরের সুদ ছাড়া এই ঋণ পাবেন। পাশাপাশি ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান, গৃহঋণ প্রতিষ্ঠানগুলিকে ৩০ হাজার কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানেরও ঘোষণা করে কেন্দ্র।

 ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে কত বরাদ্দ ?

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে কত বরাদ্দ ?

এছাড়া অনাদায়ী ঋণগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প সংস্থাগুলিকেও ঋণ দেওয়া হবে। ঋণ দেওয়া হবে ২০ হাজার কোটি টাকার। এতে উপকৃত হবে প্রায় দু লক্ষ ছোটবড় শিল্প সংস্থা। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প সংস্থা গুলির ঋণে তাদের ব্যবসা ও আর্থিক বৃদ্ধির জন্য সহায়তা দেবে কেন্দ্র। এই খাতে এখনও পর্যন্ত বরাদ্দ ৫০ হাজার কোটি টাকা।

 বিদেশি সংস্থার জায়গায় দেশীয় সংস্থার অংশগ্রহণ বাড়াতে নতুন সিদ্ধান্ত

বিদেশি সংস্থার জায়গায় দেশীয় সংস্থার অংশগ্রহণ বাড়াতে নতুন সিদ্ধান্ত

পাশাপাশি গ্লোবাল টেন্ডার সম্পর্কে এদিন সীতারমণ বলেন, ভারতীয় এমএসএমই এবং অন্যান্য সংস্থাগুলি প্রায়শই বিদেশী গুলির কাছে অসম প্রতিযোগিতার মুখে পড়ে। ফলস্বরূপ বিদেশি সংস্থার জায়গায় দেশীয় সংস্থা অংশগ্রহণ করবে। এখন থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত গ্লোবাল টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারের তরফে। স্বনির্ভর ভারত গড়তে এটি একটি বড় পদক্ষেপ এবং একই সাথে মেক ইন ইন্ডিয়া প্রকল্পকেও নতুন করে এই সিদ্ধান্ত অক্সিজেন জোগাবে বলেও মত প্রকাশও করেন সীতারমণ। অর্থমন্ত্রী আরও বলেন, এর ফলে ভারতীয় এমএসএমই গুলির আগামীতে ব্যবসা বৃদ্ধির পথ আরও সুগম হবে।

করোনা দুর্যোগের মধ্যেও কর্মীদের পাশে রাজ্য সরকার! মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় বাহবা বিভিন্ন মহলেকরোনা দুর্যোগের মধ্যেও কর্মীদের পাশে রাজ্য সরকার! মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় বাহবা বিভিন্ন মহলে

English summary
The center is going to cancel the global tender up to 200 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X