For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবাঞ্ছিত গর্ভাবস্থা রোধে বিনামূল্যে কন্ডোম বিতরণ করল বিহার সরকার

অবাঞ্ছিত গর্ভাবস্থা রোধে বিনামূল্যে কন্ডোম বিতরণ করল বিহার সরকার

Google Oneindia Bengali News

অবাঞ্ছিত গর্ভাবস্থা রোধ করতে বিহার সরকার পরিযায়ী শ্রমিকদের মধ্যে বিনামূল্যে কন্ডোম বিতরণ করল। যে সব পরিযায়ী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর বাড়ি ফিরছে অথবা বাড়িতেই যে সব শ্রমিক কোয়ারেন্টাইনে রয়েছে, তাঁদেরকে কন্ডোম দেওয়া হয়েছে।

অবাঞ্ছিত গর্ভাবস্থা রোধে বিনামূল্যে কন্ডোম বিতরণ করল বিহার সরকার


এখনও পর্যন্ত ৮.‌৭৭ লক্ষেরও বেশি মানুষ কোয়ারেন্টাইন সুবিধা থেকে বেড়িয়ে এসেছেন এবং ব্লক ও জেলার কেন্দ্রে এখনও সাড়ে পাঁচ লক্ষ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের শীর্ষ এক আধিকারিক বলেন, '‌১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার পর পরিযায়ী শ্রমিকরা তাঁদের বাড়িতে ফিরছেন। তাই অবাঞ্ছিত গর্ভাবস্থার আশঙ্কা রয়েছে, আমরা তাঁদের সঠিক পদ্ধতিতে কাউন্সিলিং করিয়েছি এবং তাঁদের কন্ডোম দিয়েছি, অবাঞ্ছিত গর্ভাবস্থা রোধ করার জন্য।’‌

যদিও স্বাস্থ্য বিভাগের সঙ্গে কাজ করা পরিবার পরিকল্পনার পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা নিছকই পরিবার পরিকল্পনার অংশ এবং এর সঙ্গে কোভিড–১৯–এর কোনও সম্পর্ক নেই। পরিবার পরিকল্পনার পক্ষ থেকে বলা হয়েছে, '‌স্বাস্থ্য পেশাদার হিসাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা আমাদের দায়িত্ব। উদ্যোগটি বাস্তবায়নের জন্য আমরা আমাদের স্বাস্থ্য অংশীদার কেয়ার ইন্ডিয়ার সাহায্য নিচ্ছি।’‌ সরকারিভাবে বলা হয়েছে, লকডাউনের সময় গোটা বিশ্বে অবাঞ্ছিত গর্ভাবস্থা বেড়েছে এবং এর বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগ। কোয়ারেন্টাইন কেন্দ্রগুলি যতদিন চলবে ততদিন এই উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে ১৫ জুন সব কোয়ারেন্টাইন কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে এ রাজ্যে। সেই সময়ের মধ্যে সব পরিযায়ী বাড়ি ফিরে যেতে পারবেন। স্বাস্থ্য বিভাগের সমন্বয়কারীরা কোয়ারেন্টাইন কেন্দ্রগুলিতে দুই প্যাকেট করে কন্ডোম বিলি করেছেন। অন্যদিকে বাড়ি বাড়ি স্ক্রিনিং করার সময় আশা কর্মীরাও হাতে হাতে কন্ডোমের প্যাকেট দিয়ে এসেছেন। এই উদ্যোগে রাজ্যের স্বাস্থ্য বিভাগকে সাহায্য করছে কেয়ার ইন্ডিয়া।

১২ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি, ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বুধবার আলিবাগে আছড়ে পড়বে 'ঘূর্ণিঝড় নিসর্গ'১২ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি, ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বুধবার আলিবাগে আছড়ে পড়বে 'ঘূর্ণিঝড় নিসর্গ'


English summary
the bihar government distributed free condoms to prevent unwanted pregnancies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X