For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাত্মা গান্ধীকে ভারতরত্নের আবেদনে কী জানাল সুপ্রিমকোর্ট?

মহাত্মা গান্ধীকে ভারতরত্নের আবেদনে কী জানাল সুপ্রিমকোর্ট?

Google Oneindia Bengali News

মহাত্মা গান্ধীর জন্য ভারতরত্ন চেয়ে জনস্বার্থ মামলা প্রত্যাখ্যান করল সুপ্রিমকোর্ট। এই বিষয়ে আবেদনটি শোনেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের সাংবিধানিক বেঞ্চ। বেঞ্চে প্রধান বিচারপতি বোবদে ছাড়াও বিচারপতি বিআর গাভাই ও বিতারপতি সূর্য কান্ত ছিলেন। আবেদনকারী অনিল দত্ত শর্মাকে প্রধান বিচারপতি এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার জানাতে বলেন। আবেদনটিকেও বেঞ্চ খারিজ করে দেয়।

আবেদন খারিজ

আবেদন খারিজ

আবেদনটি খারিজ করে প্রধান বিচারপতি বলেছেন যে মহাত্মা গান্ধী যে কোনও আনুষ্ঠানিক স্বীকৃতির উর্ধ্বে। তিনি আরও বলেন, 'দেশের মানুষ ইতিমধ্যেই জাতির পিতা হিসাবে মহাত্মা গান্ধীকে সর্বোচ্চ সম্মানের আসনে রাখে।' পাশপাশি আরও বলা হয়, সরকারকে জাতির পিতাকে ভারতরত্ন প্রদানের নির্দেশ দেওয়ার বিষয়টি "ন্যায়বিচারযোগ্য বিষয়" ছিল না।

আবেদনকারীকে আদালতের বার্তা

আবেদনকারীকে আদালতের বার্তা

আবেদনটি খারিজ করলেও বেঞ্চ জানায় যে তাঁরা মহাত্মা গান্ধীকে সরকারী স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে আবেদনকারীর আবেগ বুঝতে পারছেন। এরপর অনিল দত্ত শর্মাকে আদালত বলে, 'এক্ষেত্রে আমরা আপনাকে কেন্দ্রের কাছে প্রতিনিধিত্ব করার অনুমতি দেব।'

ভারতরত্ন নিয়ে হওয়া বিতর্ক

ভারতরত্ন নিয়ে হওয়া বিতর্ক

এদকে এর আগে বেশ কয়েক দিন ধরেই দামোদর সাভারকরকে ভারতরত্ন দেওয়া নিয়ে বিস্তর বিতর্ক হয়। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করে বিজেপি জানায়, তারা সরকার গঠন করলে দামোদর সভরকরকে মরনোত্তর ভারত রত্ন দেওয়ার আবেদন জানাবে কেন্দ্রকে। সাভারকারকে নিয়ে করা এই প্রতিশ্রুতির বিরোধিতা করে সমালোচনা ঝড় তোলে বিরোধীরা। সেই সময় সাভারকরের সঙ্গে নাথুরাম গডসের যোগ ও মহাত্মা গান্ধীকে হত্যার তাঁর হাত থাকা নিয়ে বেশ তাপানউকোর হয় কংগ্রেস ও পদ্ম শিবিরের মধ্যে।

English summary
Supreme Court declines PIL seeking Bharat Ratna for Mahatma Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X