For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গোপসাগর থেকে চিনের উদ্দেশে হুঙ্কার ভারতের, ড্রাগনবাহিনীর চোখ রাঙানির জবাব দিতে তৈরি ব্রাহ্মস

Google Oneindia Bengali News

লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সমস্য়ার মধ্য়েই, এবার ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হাতে পেতে চলেছে ভারতীয় নিরাপত্তার তিন বাহিনী৷ এই লক্ষ্যেই নভেম্বেরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছিল ডিআরডিও-র পরীক্ষাণ। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে গত কয়েকদিনে চতুর্থবার পরীক্ষা হল ব্রাহ্মস মিসাইল।

ব্রাহ্মসের পরীক্ষা চালানো হয় আইএনএস রণবীজয় থেকে

ব্রাহ্মসের পরীক্ষা চালানো হয় আইএনএস রণবীজয় থেকে

এদিন সকালেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছেই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসের পরীক্ষা চালানো হয় আইএনএস রণবীজয় থেকে। ৩০০ কিলোমিটারের দূরে উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হানা দেয় ডিআরডিও-র তৈরি ক্ষেপণাস্ত্র। এর আগে গত সপ্তাহেই, ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি স্থলে থাকা লক্ষ্যবস্তুর পরীক্ষা করেছিল।

বিশ্বের সবচেয়ে দ্রুত নিক্ষেপ করা মিসাইলের মধ্যে একটি

বিশ্বের সবচেয়ে দ্রুত নিক্ষেপ করা মিসাইলের মধ্যে একটি

ব্রাহ্মোস সুপারসনিক এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুত নিক্ষেপ করা মিসাইলের মধ্য়ে একটি৷ সম্প্রতি ডিআরডিও-র রেঞ্জ বাড়িয়ে ২৯৮ কিলোমিটার থেকে ৪৫০ কিলোমিটার করেছে৷ শেষ দুই মাসে নতুন ও পুরাতন ব্রাহ্মোস মিসাইলের একাধিক সফল পরীক্ষা করে৷ সঙ্গে অন্য়ান্য় মিসাইলেরও পরীক্ষা করা হয়৷

গত মাসেও ব্রাহ্মোস মিসাইলের পরীক্ষা করা হয়েছিল

গত মাসেও ব্রাহ্মোস মিসাইলের পরীক্ষা করা হয়েছিল

গত মাসে নৌসেনার তরফেও ব্রাহ্মোস মিসাইলের পরীক্ষা করা হয়েছিল৷ আইএনএস চেন্নাই যুদ্ধ জাহাজ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার মধ্য়ে সেই পরীক্ষা করা হয়৷ ভারত ব্রাহ্মোস মিসাইল বিদেশে বিক্রির পরিকল্পনাও করছে৷ তিন বাহিনীতে নতুন এই ব্রাহ্মোস মিসাইলটির সংযুক্তিকরণ ভারতের সামরিক শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

সীমান্ত নিয়ে দ্বন্দ্বের কারণেই এই সিদ্ধান্ত

সীমান্ত নিয়ে দ্বন্দ্বের কারণেই এই সিদ্ধান্ত

সম্প্রতি ভারতীয় বায়ুসেনা তাঁদের পাঞ্জাবের হালওয়ারা এয়ার বেস থেকেও সুখই ৩০ যুদ্ধবিমানে ব্রাহ্মোস মিসাইলের পরীক্ষা করেছিল বঙ্গোপসাগরে৷ পরীক্ষিত ব্রাহ্মোস মিসাইল এরপর সজ্জিত যুদ্ধবিমানের সঙ্গে উত্তরের সীমান্তবর্তী বায়ুসেনা ঘাঁটিগুলিতে মোতায়েন করা হবে৷ চিনের সঙ্গে সাম্প্রতিককালে চলা সীমান্ত নিয়ে দ্বন্দ্বের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

English summary
Supersonic cruise missile Brahmos was flight tested by Indian Navy near Adndman in Bay of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X