For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরে বসে প্রতিযোগিতাতে অংশ নিন আর জিতে যান ১৫ লক্ষ টাকা! মোদী সরকারের বড়সড় পদক্ষেপ

ঘরে বসেই লক্ষাধিক টাকা রোজগারের সুযোগ! তাও আবার কিনা সরকারের মাধ্যমে!! অবাক হচ্ছেন। করোনা পরিস্থিতিতে যখন টলমল অর্থনীতি। লোকজনের চাকরি পর্যন্ত চলে যাচ্ছে। এই অবস্থায় ঘরে বসে কিনা লক্ষ টাকা দেবে সরকার? হ্যাঁ! একেবারে ১৫ ল

  • |
Google Oneindia Bengali News

ঘরে বসেই লক্ষাধিক টাকা রোজগারের সুযোগ! তাও আবার কিনা সরকারের মাধ্যমে!! অবাক হচ্ছেন। করোনা পরিস্থিতিতে যখন টলমল অর্থনীতি। লোকজনের চাকরি পর্যন্ত চলে যাচ্ছে। এই অবস্থায় ঘরে বসে কিনা লক্ষ টাকা দেবে সরকার? হ্যাঁ! একেবারে ১৫ লক্ষ টাকা জেতার সম্ভাবনা।

২০২১ আর্থিক বাজেটে কেন্দ্রীয় সরকার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডিংয়ের জন্যে একটি Development Financial Institution (DFI) খুলতে চায় সরকার! কেন্দ্রীয় সরকার ন্যাশানাল ইনফ্রাস্ট্রাকচার পরিকল্পনা অনুযায়ী ২০২৪ থেকে ২৫ সালের মধ্যে ৭ হাজার প্রজেক্টে ১১১ লাখ কোটি টাকা খরচ করবে।

১৫ লাখ টাকা জেতার সুযোগ!

১৫ লাখ টাকা জেতার সুযোগ!

My Gov India সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। বিভাগের অফিসিয়াল টুইটারে বলা হয়েছে যে এর জন্যে একটি নাম, ট্যাগ লাইন তৈরি করতে হবে। আর তা করতে গেলে সাধারণ মানুষের কাছ থেকেই সাজেশন চাওয়া হয়েছে। আর এর সাজেশন জমা দেওয়ার জন্যে ২০২১ সালের ১৫ অগস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এই প্রতিযোগিতায় যে জিতবে সেই ব্যক্তিকে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে।

মন্ত্রকের তরফে সাজেশন চাওয়া হয়েছে

মন্ত্রকের তরফে সাজেশন চাওয়া হয়েছে

department of financial service, অর্থমন্ত্রক সাধারণ মানুষের কাছ থেকে Institute of Development Financial Institution (DFI)-এর নাম কি হবে এই বিষয়ে সাজেশন চেয়েছে। শুধু তাই নয়, নামের সঙ্গে দিতে হবে একটি ট্যাগ লাইনও। ডিজাইন করে সম্পূর্ণটা পাঠাতে হবে। সংস্থার নাম, লগো থেকে শুরু করে ট্যাগ লাইন সম্পূর্ণটা থাকতে হবে সেই আবেদনে। তবে অবশ্যই সংস্থার নামের সঙ্গে যোগ থাকতে হবে।

নিয়মের বিষয়ে বিস্তারিত জানুন

নিয়মের বিষয়ে বিস্তারিত জানুন

Institute of Development Financial Institution (DFI)-এর নাম সঙ্গে অবশ্যই যোগ থাকতে হবে ট্যাগ এবং নামের। শুধু তাই নয়, ট্যাগ এবং লোগোর মধ্যে অবশ্যই আকর্ষণ থাকতে হবে। ছিমছাম হলে হবে না। তবে ট্যাগ লাইন কিংবা লগোতে এমন শব্দের ব্যবহার করা হল তা সাধারণ মানুষ বুঝল না। তাহলে সঙে সঙে সেই আবেদন খারিজ হয়ে যাবে।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

এই প্রতিযোগিতাতে অংশ নিতে হলে প্রথমেই mygov.in-এ লগইন করতে হবে। এরপর সেখান থেকে Participate tab-এ গিয়ে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন ডিটেলস ফর্ম ফিলাম করতে হবে। রেজিস্ট্রেশনের পরেই আপার কাছে একটি এসএমএস আসবে আর প্রতিযোগিতা আপনার নাম যুক্ত হয়ে গিয়েছে বলে আপনাকে শুভেচ্ছা জানানো হবে। বিস্তারিত আরও তথ্যের জন্যে ভালো করে mygov.in-এ তথ্য পড়ে নিন। এরপরেই রেজিস্ট্রেশনের জন্যে আবেদন করুন। তবে প্রতিযোগিতায় আরও বেশ কিছু পুরস্কার রাখা হয়েছে। ১৫ লক্ষ নয়, সর্বনিম্ন ২ লক্ষ টাকা পর্যন্ত নগদ জেতার সম্ভাবনা রয়েছে।

English summary
suggest a name logo for finance ministry, you can earn upto 15 lakh as reward
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X