For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী রাজ্যে ফের বিপন্ন নারী সুরক্ষা, ১৭ ছাত্রীকে স্কুলে ডেকে শ্লীলতাহানির অভিযোগ

যোগী রাজ্যে ফের বিপন্ন নারী সুরক্ষা, ১৭ ছাত্রীকে স্কুলে ডেকে শ্লীলতাহানির অভিযোগ

Google Oneindia Bengali News

ফের নারীর সম্মানহানী উত্তরপ্রদেশে। হাথরস কাণ্ডের স্মৃতি এখনও মুছে যায়নি মানুষের মন থেকে। তারই মধ্যে এই নতুন ঘটনা স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে ফেলেছে যোগী আদিত্যনাথের সরকারকে। তাও আবার শিক্ষাঙ্গণে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই রাজ্যে।

রাত্রিবেলা প্রি-টেস্টের ঘটনা

রাত্রিবেলা প্রি-টেস্টের ঘটনা

মূলত ঘটনাটি ঘটেছে গত ১৭ই নভেম্বর। উত্তর প্রদেশের মুজাফফরনগরে দশম শ্রেণীতে পাঠরত ১৭ জন ছাত্রীকে ফোন করে ডেকে পাঠানো হয় স্কুলে। বলা হয়, CBSE প্র্যাক্টিকল পরীক্ষার প্রি-টেস্ট পরীক্ষার জন্য আসতে হবে ওই পড়ুয়াদের। সারারাত স্কুলেই থাকতে বলা হয় তাদের। এমনকি রাতে তাদের শাক জাতীয় খাবারও খেতে দেওয়া হয়। অভিযোগ এরপরেই ওই বেসরকারি স্কুলের মালিক একে একে শ্লীলতাহানি করেন ১৭ জন ছাত্রীর।

পরিবারকে প্রাণনাশের হুমকি

পরিবারকে প্রাণনাশের হুমকি

এই ঘটনার পর পুরকাজি এলাকার বাসিন্দা ওই ছাত্রীরা বাড়ি ফিরে আসে। কিন্তু কাউকে কিছু বললে ওই ছাত্রীদের ও তাদের পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। সেই মত তারা বাড়িতে কিছু না জানালেও তাদের হাবভাব দখে সন্দেহ হয় পরিবারের। অবশেষে ১৭ জনের মধ্যে দুই ছাত্রী গোটা ঘটনা সম্পর্কে জানায় তাদের পরিবারকে।

 ছাত্রীদের পরিবারের অভিযোগ

ছাত্রীদের পরিবারের অভিযোগ

এই গোটা ঘটনা প্রকাশ্যে আসে, যখন দুই ভুক্তভোগীর বাবা-মা পুরকাজির বিধায়ক প্রমোদ উটওয়ালের কাছে গিয়ে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেন। এরপরেই তদন্ত শুরু করার জন্য সিনিয়র পুলিশ সুপার অভিষেক যাদবের সাথে যোগাযোগ করেছিলেন বিধায়ক। অবশ্য এর আগে বেশ কয়েকবার পুলশের কাছে গেলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ নির্যাতিতা ছাত্রীদের পরিবারের।

 অবশেষে পদক্ষেপ পুলিশের

অবশেষে পদক্ষেপ পুলিশের

বিধায়কের হস্তক্ষেপে অবশেষে দায়ের করা হয়েছে এফ আই আর। ঘটনায় অভিযুক্ত দুই ব্যাক্তি, ওই ছত্রীরা যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের মালিক ও ঘটনার দিন পড়ুয়াদের যেখানে ডেকে পাঠানো হয়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

 পদক্ষেপে গাফিলতির জন্য ব্যবস্থা

পদক্ষেপে গাফিলতির জন্য ব্যবস্থা

মামলায় এফআইআর দায়ের না করা ও অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে গাফিলতি করার অভিযোগে পুরকাজি স্টেশন হাউস অফিসার বিনোদ কুমার সিংয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে। মামলায় ব্যবস্থা নিতে বিলম্বের অভিযোগে তাকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলে খবর।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
students are abused by school owner in uttar pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X