
অভিভাবকদের কাছে ছাত্রদের খারাপ পড়াশোনা নিয়ে অভিযোগের জের! গর্ভবতী শিক্ষিকার ওপরে হামলা
ছাত্রদের খারাপ পারফরম্যানন্স নিয়ে অভিভাবকদের কাছে অভিযোগের জের। এক গর্ভবতী শিক্ষিকাকে মারধর। এমনই ঘটনা বিজেপি শাসিত অসমের ডিব্রুগড়ে। তবে এই ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে ২২ জন ছাত্রকে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ।
|
শিক্ষিকার ওপরে হামলা
জওহর নবোদয় বিদ্যালয়, ডিব্রুগড়ের অধ্যক্ষ জানিয়েছেন, অভিভাবক-শিক্ষক বৈঠকে এক ছাত্রের পারফরমেন্স নিয়ে সেই ছাত্রের অভিভাবকের কাছে অভিযোগ করা হয়েছিল। এর জেরে দশম এবং একাদশ শ্রেণির ছাত্রদের একটি দল গত ২৭ নভেম্বর স্কুলের ইতিহাসের শিক্ষিকার ওপরে হামলা চালায়। ওই শিক্ষিকা ৫ মাসের গর্ভবতী ছিলেন বলেও জানিয়েছেন অধ্যক্ষ।

২২ ছাত্র সাসপেন্ড
অধ্যক্ষ আরও জানিয়েছেন, আক্রান্ত শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা এখন স্বাভাবিক। অধ্যক্ষ জানিয়েছেন ২৭ নভেম্বর স্কুল চত্বরে গণ্ডগোল হয়। তাঁর ওপরেই হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন অধ্যক্ষ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২ ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে দ্বিতীয় ঘটনা
সাম্পতিক সময়ে এটি ডিব্রুগড়ের দ্বিতীয় বড় ঘটনা। দিন কয়েক আগে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পিএনজিবি হস্টেলে থাকা ছাত্র আনন্দ শর্মা র্যাগিং থেকে বাঁচতে দোতলা থেকে লাফ দেয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। প্রথমে স্নাতকোত্তরের ওই ছাত্রকে নির্মভাবে নির্যাতন করা হ। পরে র্যাগিং থেকে বাঁচতে ২৭ নভেম্বর ওই ছাত্র হস্টেলের দ্বিতীয় তল থেকে ঝাঁপ দেন। ওই ঘটনায় আনন্দ শর্মা নামে ওই ছাত্র গুরুতর আহত হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজন ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ১৮ জন ছাত্রকে সাসপেন্ড করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
এই ধরণের ঘটনায় কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার তিনি বলেছেন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমেস্টারের ছাত্রে ওপরে র্যাগিং-এ ঘটনা কর্তৃপক্ষের অবহেলার অভিযোগের তদন্ত করবে প্রশাসন। শিলচরে মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, রাজ্যের কোথাো এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।
সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনার মধ্যে ফের নিম্নগামী পারদ! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া