For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা থেকে গ্রেফতার খাগড়াগড় কাণ্ডের অন্যতম চক্রী বুরহান শেখ

কলকাতা থেকে গ্রেফতার খাগরাগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম চক্রী বুরহান শেখ। ঘটনার প্রায় তিন বছর পর বৃহস্পতিবার মুচিপাড়া থানা এলাকার বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ

  • |
Google Oneindia Bengali News

কলকাতা থেকে গ্রেফতার খাগরাগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম চক্রী বুরহান শেখ। ঘটনার প্রায় তিন বছর পর বৃহস্পতিবার সন্ধেয় মুচিপাড়া থানা এলাকার বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের মাথার দাম ছিল ৩ লক্ষ টাকা। ধৃতকে শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

কলকাতা থেকে গ্রেফতার খাগড়াগড় কাণ্ডের অন্যতম চক্রী বুরহান শেখ

প্রায় তিন বছর আগে ২০১৪-র ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে প্রবল বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। এই বিস্ফোরণের সঙ্গেই প্রকাশ্যে আসে, ভারতে বসেই বাংলাদেশে নাশকতার চক কষছিল জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ। বিভিন্ন দিক থেকে প্রবল চাপের ফলে সিআইডির হাত থেকে তদন্তভার যায় এনআইএ-র হাতে।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন বুরহান। বর্ধমানের মঙ্গলকোটের এই বাসিন্দাকে হন্যে হয়ে খুঁজছিল গোয়েন্দা সংস্থাগুলি। শিমুলিয়ার যে জমি ঘিরে নাশকতার ছক চলছিল, সেই জমিটিও কিনেছিলেন এই বুরহান। মাদ্রাসা থেকে কিছুটা দূরে ছিল বুরহানের বাড়ি। এনআইএ-র চার্জশিটে দাবি, খাগড়াগড় কাণ্ডের অন্যতম পাণ্ডা ইউসুফ শেখের ঘনিষ্ঠ ছিল বুরহান। মুর্শিদাবাদের মুকিমনগরে জেএমবি-র অপর একটি প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিল এই দুজন। বুরহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ১৮ ও ২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বুরহানের ওপর টানা নজরদারি চালিয়েছে পুলিশ। এর আগে খাগড়াগড় কাণ্ডের ছয় অভিযুক্ত গ্রেফতার করেছিল কলকাতা পুলিশই। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনেই বুরহানকে এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

English summary
STF of Kolkata police arrest one of the Khagragarh plotter Burhan Sheikh. Khagragarh Blast was happened 2nd October, 2014.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X