For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওডিশায় মকর সংক্রান্ত মেলাতে পদপিষ্টে মৃত দুই, কড়া নজরদারিতে গঙ্গাসাগরে পূণ্যস্নান

ওডিশার কটকে মর্মান্তিক দুর্ঘটনা। মকর মেলার সময় বাদাম্বা-গোপীনাথপুর টি-ব্রিজে পদপৃষ্ট হয়ে শিশুসহ ১২ জনেরও বেশি লোক গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। আহতদের স্থানীয় একটি হাস

  • |
Google Oneindia Bengali News

ওডিশার কটকে মর্মান্তিক দুর্ঘটনা। মকর মেলার সময় বাদাম্বা-গোপীনাথপুর টি-ব্রিজে পদপিষ্ট হয়ে শিশুসহ ১২ জনেরও বেশি লোক গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ওডিশায় মকর সংক্রান্ত মেলাতে পদপৃষ্টের ঘটনা,

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। গিয়েছেন পুলিশের আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে একসঙ্গে বহু মানুষ চলে আসাতেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। তবে ঘটনা খুব একটা বড় কিছু না ঘটায় স্বস্তিতে আধিকারিকরা। আজ শনিবার পুণ্য মকর সংক্রান্তি। গঙ্গাসাগর সহ বিভিন্ন অংশ কেউ স্নান করেন কেউ আবার ভগবান দর্শন করেন।

কথিত আছে এমন দিন গঙ্গা স্নান কিংবা ভগবান দর্শনে পাপস্খলন হয়ে থাকে। আর সেই বিশ্বাস থেকেই মকর সংক্রান্তিতে বাদাম্বার সিংহনাথ মন্দিরে মকর উৎসব উপলক্ষে লাখো ভক্তের সমাগম হয়। সেই মতো আজ সেখানে বহু মানুষের ভিড় হয় বলে খবর। আর সেই ভিড়ের মধ্যেই পদপিষ্টের ঘটনা ঘটে। আর তাতেই ১২ জন গুরুতর আহত হন বলে জানা যাচ্ছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

যদিও সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমের দাবি, এখনও পর্যন্ত ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। যদিও সরকারি ভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও দ্রুত প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতি সামলে নেন। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য, আগামীকাল ২০২৩ সালের ১৫ জানুয়ারী মকর সংক্রান্তির উৎসব পালিত হবে। বলা হয় এটি নতুন বছরের প্রথম উৎসব। বিভিন্ন রাজ্যে এই উৎসবকে কেন্দ্র করে সেজে ওঠে। কোথাও পালন করা হয় লরি তো আবার কোথাও মকর সংক্রান্তি। কটকের পাশাপাশি এই পূর্ণ তিথিতে বহু মানুষ ভিড় জমান গঙ্গা সাগরেও। লক্ষ লক্ষ মানুষ পুরন্য সময়ে সাগরে স্নান করেন। আর এই লক্ষ মানুষের জমায়েত ঘিরে প্রথম দিন থেকেই কড়া রাজয প্রশাসন।

ইতিমধ্যে সাগরে পৌঁছে গিয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী। নবান্ন থেকে গোটা পরিস্থিতি মনিটারিং করা হচ্ছে। নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতাও। ইতিমধ্যে সেনাবাহিনী, কোস্টগার্ড গোটা পরিস্থিতিতে হাই অ্যালার্ট রাখা হয়েছে। নজর রাকছে ভারতীয় নৌবাহিনীও।

English summary
stampede in Makar Mela of Cuttack, Odisha, 12 injured including children
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X