For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২ এর উত্তরপ্রদেশ বিধানসভায় কোন আসনে লড়বেন অখিলেশ, জানিয়ে দিলেন

২০২২ এর উত্তরপ্রদেশ বিধানসভায় কোন আসন থেকে লড়বেন অখিলেশ, জানিয়ে দিলেন

  • |
Google Oneindia Bengali News

যোগীর পর এবার উত্তরপ্রদেশে তাঁর প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব জানালেন কোন আসন থেকে তিনি নির্বাচন লড়বেন! এবং এই প্রথমবার বিধানসভা নির্বাচন লড়তে চলেছেন অখিলেশ৷ তিনি বর্তমানে আজমগড়ের সাংসদ রয়েছেন৷ এর আগে ২০১২তে যখন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সে সময়ও তিনি বিধান পরিষদের সদস্য ছিলেন৷ তবে আজমগড় বা এই লোকসভার অন্তর্গত সিট নয় বরং মইনপুর জেলা থেকে বিধানসভা নির্বাচন লড়বেন অখিলেশ।

২০২২ এর উত্তরপ্রদেশ বিধানসভায় কোন আসন থেকে লড়বেন অখিলেশ, জানিয়ে দিলেন

উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এবং ২০২২-র ভোটেও বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ গোরখপুর থেকে নির্বাচন লড়বেন বলে জানিয়েছিলেন৷ এবার মইনপুর জেলার করহল আসনে ২০২২ এর বিধানসভা নির্বাচন লড়বেন বলে জানালেন অখিলেশ যাদব৷ প্রসঙ্গত ১৯৯৩ সাল থেকে সাতবার এই আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি৷ যদিও শেষ ২০০২ সালে এই আসনটি সমাজবাদী পার্টির থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি৷ তবে এখনও সমাজবাদী পার্টির প্রার্থী সোবারন সিং যাদবই এই আসনটি জিতে এখানকার এমএলএ রয়েছেন৷

যদিও এই আসনে লড়াই করার আগে দলে প্রচুর শলা-পরামর্শ করেন অখিলেশ। সূত্রের খবর মইনপুর সদর, আজমগড়ের গোপালপুরের মতো আসনেও অখিলেশের লড়াই করার কথা নিয়েও আলোচনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত করহল থেকেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ।

প্রসঙ্গত যোগীরাজ্যে ছয়'দফার বিধানসভা নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের ফল ঘোষণা হবে ১০ মার্চ। ১০ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট শুরু হয়ে ১৪, ২০, ২৩, ২৭ ফ্রেব্রুয়ারি সহ এবং ৩ মার্চ শেষ দফায় ভোট হবে যোগীরাজ্যে৷ যেখানে রামমন্দিরের ভূমি পুজো, কাশীবিশ্বনাথ করিডর সহ একাধিক বিষয়কে সামনে রেখে বিজয়ের জন্য রথ সাজাচ্ছে বিজেপি সেখানেই তাদের বড় বিরোধী অখিলেশের সমাজবাদী পার্টির নির্বাচনী অস্ত্র হতে চলেছে মুসলিম ও দলিত ভোটের সমীকরণ৷ এর আগের শেষ বিধানসভা নির্বাচনে ইউপির ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ৩১২টিতে জিতেছিল যোগীর দল। অন্যদিকে ইউপিতে শেষ বিধানসভায় সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৭টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল মাত্র সাতটি আসন।

English summary
SP chief Akhilesh Yadav announced his seat to fight in UP election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X