For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহম্মদ ঘোরির সঙ্গে বিজেপি-র তুলনা ! শিবসেনার তরফে 'সামনা'-সামনি দ্বন্দ্ব আরও প্রকট হল

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে গেরুয়া শিবিরের দ্বন্দ্ব যেন কিছুতেই মিটতে চাইছে না। একদিকে শিবসেনা বিজেপির হাত ছেড়ে দিয়ে সরকার গড়ার জন্য কংগ্রেসের দিকে ঝুঁকছে, অন্যদিকে বিজেপিকে তুলোধনা করতেও ছাড়ছে না 'সেনা' বাহিনী। এদিন শিবসেনার মুখপত্র 'সামনা' তেও বিজেপির বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে ।

 'যাঁদের সরকার গড়ার কথা তাঁরা পালিয়েছেন'

'যাঁদের সরকার গড়ার কথা তাঁরা পালিয়েছেন'

শিবসেনার দাবি, যাঁদের সরকার গড়বার কথা ছিল মহারাষ্ট্রে তাঁরা পালিয়েছেন। নাম না করে এভাবেই বিজেপিকে খোঁচা দিয়ে পদ্মশিবিরের বিরুদ্ধে সেনা একাধিক তোপ দেগেছে। শিবসেনার মুখপত্র 'সামনা' য় এক সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়েছে 'এনডিএ থেকে কেন সরানো হল শিবসেনাকে?' প্রসঙ্গত, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে চাপানোতরের মধ্যে শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত নিজেই ইস্তফা দেন।

একনায়কতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ

একনায়কতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ

শিবসেনার মুখপত্র 'সামনা'য় দাবি করা হয়েছে , ' অহংবোধ আর স্বৈরতান্ত্রিক রাজনীতির শেষের শুরু এবার।' নাম না করে বিজেপিকে এভাবেই তোপ দেগেছে সেনা-শিবির। সেনা শিবিরের দাবি, বিজেপি নিজের অবস্থান স্পষ্ট করলেই সেই মতো জবাব দিতে পারত শিবসেনা।

 মহম্মদ ঘোরির সঙ্গে বিজেপির তুলনা

মহম্মদ ঘোরির সঙ্গে বিজেপির তুলনা

এরপরই শিবসেনা সম্রাট মহম্মদ ঘোরির সঙ্গে বিজেপির তুলনায় অবতীর্ণ হয়। শিবসেনা মুখপত্রে বলা হয়েছে, পিছন থেকে যারা ছুরি মারে তারা এবার উপযুক্ত উত্তর পাবে।

 শিবসেনার সরকার আসছে

শিবসেনার সরকার আসছে

এর আগে , শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানান, এবার মহারাষ্ট্র শিবসেনার মুখ্যমন্ত্রীই পেতে চলেছে। যদিও কংগ্রেসের তরফে এমন সম্ভাবনার প্রতি কোনও শিলমোহরই দেওয়া হয়নি।

মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে অথওয়ালের পরামর্শ


মহারাষ্ট্রের জট পরিস্থিতি নিয়ে এনডিএর কেন্দ্রীয় মন্ত্রী ও রিপাবলিকান পার্টির নেতা রামদাস অথওয়ালে জানিয়েছেন, সেনা আর বিজেপির উচিত ৩:২ অনুপাতে নিজের সরকার গঠন করা। এতে ৩ বছর বিজেপি থেকে মুখ্যমন্ত্রী থাকুক আর ২ বছরের জন্য শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী করা হোক কাউকে।

English summary
Shivsena editorial Samna compares BJP with Mohammad Ghori.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X