For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছট পুজোর শেষ দিনে বিপত্তি, বিহারে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত চার

আজই ছিল ছট পুজোর শেষ দিন। শেষ দিনেই একাধিক জায়গায় দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। বিহারে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ২ জনে। একাধিক জনের চাপা পড়ে থাকার আশঙ্কা।

Google Oneindia Bengali News

আজই ছিল ছট পুজোর শেষ দিন। শেষ দিনেই একাধিক জায়গায় দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। বিহারে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ২ জনে। একাধিক জনের চাপা পড়ে থাকার আশঙ্কা। অন্যদিকে ঔরঙ্গাবাদে পদপিষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সহর্ষে সূর্যস্নানে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে ৪০ বছরের এক ব্যক্তির।

 সমস্তিপুরে মন্দিরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু

সমস্তিপুরে মন্দিরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু

ছট পুজোর শেষ দিনে বিহারের সমস্তিপুরে মন্দিরের দেওয়াল ভেঙে বিপত্তি। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে চার জনের । আহত হয়েছেন বহু। বিহারের সমস্তিপুরের বাদগাঁও গ্রামে পুরনো কালীমন্দিরের দেওয়াল ভেঙে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। দুই মহিলাকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে জানান চিকিৎসকরা। মন্দিরের ভেতরে যাঁরা আটকে পড়েছিলেন তাঁদের উদ্ধার করেছে পুলিস।

 ঔরঙ্গাবাদে পদপিষ্ট হয়ে মৃত্যু

ঔরঙ্গাবাদে পদপিষ্ট হয়ে মৃত্যু

বিহারের ঔরঙ্গাবাদে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২ শিশুর। মৃত দুই শিশুর মধ্যে একজনের বয়স ৬ বছর। বিহারের পাটনার বাসিন্দা শিশুটি। আরেকটি শিশুর বয়স ১৮ মাস। সে বিহারের ভোজপুরের বাসিন্দা। এই ঘটনায় আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ঔরঙ্গাবাদের সূর্যকুণ্ডে দুর্ঘটনাটি ঘটেছে। অতিরিক্ত ভিড়ের কারণেই এই পদপিষ্টের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন জেলা শাসক রাহুল রঞ্জন মাহিওয়াল এবং পুলিস সুপার দীপক বর্নওয়াল।

সহর্ষ, বারহ ও খাগারিয়ায় ডুবে মৃত ৩

সহর্ষ, বারহ ও খাগারিয়ায় ডুবে মৃত ৩

বিহারের সহর্ষে ছটপুজোর সময় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে য়ান ৪০ বছরের এক ব্যক্তি। এখনও পর্যন্ত তাঁর দেহ উদ্ধার করা যায়নি। রিভার ট্রাফিক পুলিস দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বিহারের বখতিয়ারপুরের বাসিন্দা রাহুল কুমার(২৫) ছটপুজোয় গঙ্গা স্নান করতে গিয়ে তলিয়ে যান। দুর্ঘটনাটি ঘটেছে বারহ-তে। পরিবারের লোকেরাই তাঁর দেহ উদ্ধার করেন। খাগারিয়ার রুকমানিয়া গ্রামে ৮ বছরের এক বালোক ছট পুজোট নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। পরিবারের লোকেরা তার দেহ উদ্ধার করে।

English summary
Several unfortunate incidents marked the final day of Chhath Puja in Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X